কাজিপুরে স্বামীর নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে স্ত্রীর আকুল আবেদন
১০ অক্টোবর, ২০২৫ ০৯:২০ অপরাহ্ন

  

কাজিপুরে স্বামীর নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে স্ত্রীর আকুল আবেদন

আব্দুল জলিল
২৮-০৪-২০২৪ ০৫:১৬ অপরাহ্ন
কাজিপুরে স্বামীর নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে স্ত্রীর আকুল আবেদন

পনের বছর পূর্বে ভালো ঘর দেখে নিজের মেয়েকে বিয়ে দিয়েছিলেন সাবানার পিতা সাইদুল ইসলাম। পেশায় কৃষক সাইদুললের বাড়ি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নতুন মাইজবাড়ী গ্রামে। যমুনার গ্রাসে ঘরবাড়িহারা সাইদুল মেয়ের সুখের কথা চিন্তা করে নগদ টাকা, গরু, ছাগল, গহনা মিলে প্রায় সাড়ে পাঁচলক্ষ টাকা জামাইকে দেন। তিন্তু এর পরেও জামাই বগুড়া জেলার ধুনট উপজেলার ভুতবাড়ি গ্রামের মৃত হবিবর রহমানের পুত্র রাকিব মিয়ার(৩৫) মন ভরে না। প্রায়ই আরও যৌতুকের জন্যে রাকিব তার স্ত্রী সাবানাকে বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। 

গত রবিবার দুপুরে নিজের বাড়িতে সাংবাদিকদের এসব দুঃখের কথা জানান  সাইদুল ও তার মেয়ে সাবানা। লিখিত বক্তব্যে সাবানা জানান, ২০০৯ সালে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। এরপর তাদের ঘরে তিনটি সন্তানের জন্ম হয়। বড় ছেলে পঞ্চম, মেঝো দ্বিতীয় শ্রেণিতে পদে। আর কোলে ছয়মাসের একটি কন্যা সন্তান রয়েছে। সাবানা আরও জানান, যৌতুকের জন্যে তার স্বামী রাকিব তাকে মারতে বিভিন্ন সময় নানা কৌশল অবলম্বণ করেছে। ঘুমন্ত অবস্থায় তার গায়ে পেট্রোল ঢেলে পুড়ে মারার চেষ্টা করেছিলো রাকিব। এরপর চেতনানাশক পাঁচটি ট্যাবলেট একসাথে খাইয়েছিলো। সর্বশেষ বিদ্যুতের খোলা তারে জড়িয়ে মেরে ফেলার চেষ্টা করেছিলো রাকিব। কিন্তু প্রতিবারই মারাত্মক অসুস্থ হলেও প্রাণে বেঁচে যান সাবানা । এ নিয়ে গ্রামের মাতব্বরগণ একাধিকবার সালিশি বৈঠক করেন। প্রতিবারই রাকিব নিজের ভুল স্বীকার করে এমনটি আর হবে না বলে মুচলেকা দেন। কিন্তু বিছুদিন পরেই তিনি সব ভুুলে গিয়ে সাবানার উপর অত্যাচার শুরু করেন। পেশায় একটি উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী রাকিব সম্প্রতি পরকীয়ায় জড়িয়ে পড়ে নিজের স্ত্রীর  উপর অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেন। এসব কাজে রাকিবের মা এবং দুইবোন রাকিবকে সহায়তা করেন।

 লিখিত বক্তব্যে সাবানা আরও জানান, গত ২১ এপ্রিল স্বামী রাকিব জোর করে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দেন। গত তিনদিন পূর্বে তিনি জানতে পারেন তাকে রাকিব একতরফা তালাক দিয়ে পোস্ট অফিসের মাধ্যমে তালাকনামা পাঠিয়ে দিয়েছেন। এমতাবস্থায় কোলের শিশু সন্তানের ভবিষ্যৎ ভেবে এবং তার বাপের বাড়ি থেকে বিভিন্ন সময়ে নেয়া অর্থের কোন সমাধান না করেই তালাকা দেয়ায় রাকিব ও তার সহযোগী রাকিবের মা ও দুইবোনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

 সাবানার পিতা সাইদুল ইসলাম বলেন, রাকিব এমন পাষন্ড যে ছয়মাস বয়সী বাচ্চার কথাও চিন্তা না করে তালাক দিলো। আমি আইন শৃংখলা বাহিনীর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট  পাষন্ড রাকিব ও তার সহযোগীদের শাস্তি দাবী করে দৃষ্টি আকর্ষণ করছি। এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। এসময় সাবানা , তার তিন সন্তান ও তার পিতামাতা উপস্থিত ছিলেন।


আব্দুল জলিল ২৮-০৪-২০২৪ ০৫:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 411 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com