নির্বাচনি মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী সেলিম হোসেন
০৩ নভেম্বর, ২০২৪ ১২:১০ পূর্বাহ্ন

  

নির্বাচনি মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী সেলিম হোসেন

আব্দুল জলিল
২৫-০৪-২০২৪ ০৭:৩৪ অপরাহ্ন
নির্বাচনি মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী সেলিম হোসেন

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণায় সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ভাইস চেয়ারম্যান প্রার্থী সেলিম হোসেনকে। কাজিপুর উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম হোসেন সকাল থেকে শুরু করে রাত অবধি চালিয়ে যাচ্ছেন প্রচারণা। তিনি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন নিজের মার্কা তালার লিফলেট বিলি করছেন আর ভোট প্রার্থনা করছেন।

বৃহস্পতিবার তিনি উপজেলার শিমলদাইড়, কুনকুনিয়া, ছালাভরা, পলাশবাড়ি, স্থলবাড়ি, আলমপুর, কবিহার, মেঘাই, আলমপুর ও নিজের গ্রামে প্রচারণায় অংশ নেন। সেলিম হোসেন বলেন, আমি এর আগেও নির্বাচন করেছিলাম। এবারও মাঠে আছি জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে। আশা করি এবার কাজিপুরবাসী বিপুল ভোটের আমাকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে জয়যুক্ত করবেন।


আব্দুল জলিল ২৫-০৪-২০২৪ ০৭:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 261 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com