কাজিপুর উপজেলার সর্বত্র চলছে জোর প্রচারণা-মাঠে সরব খলিল সিরাজী
১৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০ পূর্বাহ্ন

  

কাজিপুর উপজেলার সর্বত্র চলছে জোর প্রচারণা-মাঠে সরব খলিল সিরাজী

আব্দুল জলিল
২৫-০৪-২০২৪ ১২:১০ অপরাহ্ন
কাজিপুর উপজেলার সর্বত্র চলছে জোর প্রচারণা-মাঠে সরব খলিল সিরাজী

কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ প্রতীক বরাদ্দ পেয়েই সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীগণ জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সকাল থেকে শুরু করে রাত অবধি চলছে তাদের প্রচারণা-গণসংযোগ, পথসভা।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান পদে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও গত দুদিনে  প্রচারণার মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। তিনি দ্বিতীয়বারের মতো লড়ছেন আনারস প্রতীক নিয়ে।

গতকাল বুধবার সকাল থেকে উপজেলার সোনামুখী, চালিতাডাঙ্গা ও শুভগাছা ইউনিয়নের বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন ও জনসংযোগ করেন। এসময় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের অনেক নেতকর্মি তার সাথে ছিলেন।

শুভগাছায় নির্বাচনী পথ সভায় খলিলুর রহমান বলেন, শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলী ও মোহাম্মদ নাসিমের পুণ্যভূমি কাজিপুরের মানুষ কখনই ভুল সিদ্ধান্ত নেন না। আশা করি উপজেলা পরিষদ নির্বাচনেও সঠিক প্রার্থীকেই তারা বেছে নেবেন।  আগামী ৮ মে আনারস মার্কায় ভোট দিয়ে  উন্নয়নের অহঙ্কার এমপি তানভীর শাকিল জয় ভাইয়ের চলমান উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করতে ভোটের বিপ্লব ঘটিয়ে আমাকে তারা উপজেলা পরিষদে পাঠাবেন ।

এসময় তিনি উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। এদিকে চেয়ারম্যান প্রার্থী আশরাফুল আলম ও আবুল কালাম আজাদের মিছিল মিটিং বা প্রচারণা মাইকেও উপস্থিতি এখনো দেখা যায়নি বলে একাধিক ভোটার জানিয়েছেন।


আব্দুল জলিল ২৫-০৪-২০২৪ ১২:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 415 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com