শিরোনামঃ
![]() ১৭-০৪-২০২৪ ০৫:২৯ অপরাহ্ন |
কাজিপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধি
কাজিপুরে মাদক সেবনে নিষেধ করায় মারপিটের শিকার হয়েছেন জাহাঙ্গীর আলম ও তার পুত্র নুরু মিয়া।আহতদের বাড়ি উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ছালাভরা কুনকুনিয়া(কসাইপাড়া) গ্রামে। এই ঘটনায় জাহাঙ্গীর বাদী হয়ে কাজিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে একই গ্রামের সোহেল রানা (২৮) সুজন (২৫) শফিকুল ইসলাম (২২) সুলতান হোসেন (৪৭) জেলদার হোসেন (৬৫) বকুল হোসেন (৩৬) সহ অজ্ঞাত আরো চার থেকে পাঁচজনকে আসামী করা হয়েছে।
থানায় দেয়া অভিযোগসূত্রে জানা গেছে, গত মঙ্গলবার নিজ গ্রামের ভুট্টা খেতের আল দিয়ে আসার সময় কয়েকজন কিশোরকে পলিথিনে জুতায় লাগানোর এক প্রকার গাম সেবন করতে দেখেন নুরু মিয়া(২৫)। এসময় তিনি ওই কিশোরদের এসব সেবন করতে নিষেধ করলে তারা উত্তেজিত হয়ে পড়ে।সেখান থেকে নুরু বাড়ি আসলে কিশোরদের পরিবারের লোকজন বাড়িতে ঢুকে নুরু ও তার পিতা জাহাঙ্গীর আলমকে মারধোর করেন।
কাজিপুর থানার ওসি (তদন্ত) আব্দুল মজিদ জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com