শিরোনামঃ
![]() ১৩-০৪-২০২৪ ০১:৪৬ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সমাজের জন্যে ভালো কাজ করে সংবর্র্ধিত হলেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১ নং সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান। করোনাকালে নিজের জীবনের ঝুঁকি নিয়ে জনসেবা করা, বিভিন্ন সময়ে হাট বাজারের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, রাস্তার যানজট নিরসনে নিজে দাঁড়িয়ে থেকে তার নিরসন করা, ঈদ কিংবা পূজায় রাস্তায় ডিজে পার্টির দৌরাত্ম বন্ধ করার মতো কাজ করায় তাকে এলাকার নানা শ্রেণি পেশার মানুষ সংবর্র্ধনা দেন। শনিবার বেলা এগারটায় সোনামুখী ইউনিয়ন পরিষদে এসে চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করেন নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিসার ও কাজিপুরের লক্ষীপুর গ্রামের সন্তান মোঃ আব্দুল হান্নান। তিনি বলেন, আমি যখনই এলাকায় আসি দেখি চেয়ারম্যান সাহেব সামাজিক কাজগুলো নিষ্ঠার সাথে সামাজিক কাজগুলো করছেন। এছাড়া বিভিন্ন সময়ে পত্র পত্রিকায়ও চেয়ারমান সাহেবের ভালো কাজের সংবাদ দেখি। তাই নিজের থেকে আজকে তাকে ফুল দিয়ে ভালোবাসা জানালাম।
সংবর্ধনার জবাবে চেয়ারম্যান শাহজাহান আলী খান বলেন, জনগণের সেবক হচ্ছেন একজন চেয়ারম্যান। আমি নিজে সেটি মানি এবং হৃদয়ে ধারণ করি বিধায় মানুষের কল্যাণে কিছু কাজ করি। আজকে জনগণের ভালোবাসা পেয়ে আরও উৎসাহ পেলাম।
এসময় উপস্থিত ছিলেন চালিতাডাঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য হোসেন আলী, সোনামুখী বাজারে ঔষধ ব্যবসায়ী মুক্তাদির হোসেন, কসমেটিক ব্যবসায়ী আল মামুন তরু, সোনামুখী সিএনজি মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com