সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক আবদুল জলিলকে দেখতে যান সংসদ সদস্য জয়
কাজিপুর, (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সড়ক দুর্ঘটনায় আহত কাজিপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠ, করতোয়ার কাজিপুর প্রতিনিধি ও দৈনিক আজকের জনবানীর অনলাইন ইনচার্জ সহকারী অধ্যাপক আবদুল জলিলকে দেখতে গত বুধবার রাতে তার নিজ বাড়ী ঢেকুরিয়ায় যান সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। এসময় তিনি সাংবাদিক আবদুল জলিলের চিকিৎসার খোঁজখবর নেন। একই সাথে কাজিপুরের অটোভ্যান চালকদের সচেতনতায় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।এসময় এমপির সাথে ছিলেন কাজিপুর উপজেলার চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী সহ দলীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য গত ২৭ ফেব্রুয়ারি উপজেলা শহর থেকে নিজ বাসা সোনামুখী ফেরার পথে সাংবাদিক জলিলকে সামনে থেকে অটোভ্যান ধাক্কা দেয়। এসময় রাস্তায় পড়ে গিয়ে তার এক পা এবং দুই হাত মারাত্মক ভাবে ভেঙ্গে যায়। বর্তমানে তিনি নিজ বাড়ীতে চিকিৎসাধীন আছেন।
আব্দুল জলিল ২৮-০৩-২০২৪ ০৮:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 199 বার দেখা হয়েছে।