কাজিপুরে নিয়ম ভেঙ্গে অর্থদন্ড গুনলো যমুনা ডায়াগনষ্টিক সেন্টার
১১ অক্টোবর, ২০২৫ ১২:১১ পূর্বাহ্ন

  

কাজিপুরে নিয়ম ভেঙ্গে অর্থদন্ড গুনলো যমুনা ডায়াগনষ্টিক সেন্টার

আব্দুল জলিল
২৭-০৩-২০২৪ ০৫:১৮ অপরাহ্ন
কাজিপুরে নিয়ম ভেঙ্গে অর্থদন্ড গুনলো যমুনা ডায়াগনষ্টিক সেন্টার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

 

সিরাজগঞ্জে কাজিপুরে সরকারি বিধান না মেনে চিকিৎসা কার্য্য পরিচালনা করায় অর্থদ- গুনতে হয়েছে দি যমুনা ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার কে। কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ওই ডায়াগনষ্টিক সেন্টারটিতে বুধবার দুপুরে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারি কমিশনার (ভূমি) সানজিদা মুস্তারি। এ সময় সিটিজেল চার্টারে ভূল তথ্য সংযোজন ও নিয়ম বহির্ভূত ভাবে হরমোন টেষ্ট চালু রাখার দায়ে ত্রিশ হাজার টাকা অর্থদ- প্রদান করেন আদালত। এ সময় উপস্থিত কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল জানান, ইতিপূর্বেও ঔ প্রতিষ্ঠানটিকে সর্তক করা হয়েছিল । আজকেও অর্থদন্ড করে সর্তক করা হলো। #

 


আব্দুল জলিল ২৭-০৩-২০২৪ ০৫:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 216 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com