উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ মাহফুজুল ইসলাম অধ্যাপক হিসেবে বদলী!
১২ অক্টোবর, ২০২৫ ১২:৪২ অপরাহ্ন

  

উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ মাহফুজুল ইসলাম অধ্যাপক হিসেবে বদলী!

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৩-০৩-২০২৪ ১১:৫৬ অপরাহ্ন
উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ মাহফুজুল ইসলাম অধ্যাপক হিসেবে বদলী!
রায়হান আলীঃ উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ মাহফুজুল ইসলাম বদলির আদেশ হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ১১ মার্চে রাষ্ট্রপতির আদেশের কপিতে প্রকাশিত তথ্য অনুযায়ী উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ মাহফুজুল ইসলাম কে অধ্যক্ষ পদ থেকে সরিয়ে জয়পুরহাট সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে বদলী করা হয়েছে । আদেশে আরো বলা হয় আগামী ১৮ মার্চ তারিখের মধ্যে কর্মস্থল থেকে অবমুক্ত হবেন অন্যথায় একই তারিখে অবমুক্ত হিসেবে গণ্য হবেন। এমন সংবাদ ছড়িয়ে গেলে উল্লাপাড়ায় চলছে নানা আলোচনা। অধ্যক্ষ পদ থেকে কেন আবারও পুনরায় অধ্যাপক হলেন এমন প্রশ্ন অনেকের। প্রসঙ্গতঃ মাহফুজুল ইসলাম ২০২৩ সালের ১৮ অক্টোবরে অধ্যাপক পদে থেকে প্রমোশন পেয়ে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পায় উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৩-০৩-২০২৪ ১১:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 993 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com