কাজিপুরে ১২ কেজি ওজনের ৮ টি গাঁজার গাছসহ এক কারবারী গ্রেপ্তার
১০ অক্টোবর, ২০২৫ ১১:৫৯ অপরাহ্ন

  

কাজিপুরে ১২ কেজি ওজনের ৮ টি গাঁজার গাছসহ এক কারবারী গ্রেপ্তার

আব্দুল জলিল
২২-০২-২০২৪ ০৪:৫৬ অপরাহ্ন
কাজিপুরে ১২ কেজি ওজনের ৮ টি গাঁজার গাছসহ এক কারবারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ  সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ টি গাঁজার গাছসহ সাইফুল ইসলাম নামের এক কারবারীকে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার চরাঞ্চলের তেকানি ইউনিয়নের উত্তর কিনারবেড় গ্রামের মৃত হাবিবুর রহমারে পুত্র।

 কাজিপুর থানাসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে কাজিপুর থানার অন্তর্গত নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল সাইফুলের বাড়িতে অভিযান চালায়। এসময় নিজবাড়ির আঙিনায় লাগানো আটটি গাঁজার গাছ জব্দ করা হয়।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, সাইফুলের বাড়ি থেকে  জব্দ করা গাঁজার গাছগুলোর ওজন  ১২ কেজি। বৃহস্পতিবার দুপুরে নিয়মিত মামলা দিয়ে তাকে  সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।


আব্দুল জলিল ২২-০২-২০২৪ ০৪:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 278 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com