চৌহালী এনায়েতপুরে আই সি এল স্কুল ২৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত
০৯ অক্টোবর, ২০২৫ ০৩:৩০ অপরাহ্ন

  

চৌহালী এনায়েতপুরে আই সি এল স্কুল ২৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১৮-০২-২০২৪ ১২:৩৭ অপরাহ্ন
চৌহালী এনায়েতপুরে আই সি এল স্কুল ২৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে ঐতিহ্যবাহী আই সি এল স্কুলে ২৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (১৭ ফেব্রুয়ারী)শনিবার দিনব্যাপী এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আই সি এল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে ২৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (অতিঃ দাঃ) আফিয়া সুলতানা কেয়া, বিশেষ অতিথি ছিলেন এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা খান বাচ্চু। এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন,এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আজগর আলী বি,এস,সি, এনায়েতপুর থানা আওয়ামী লীগের সিনিয়র সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম সিরাজ, ১নং সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম জাহিদ, এনায়েতপুর থানা ইনচার্জ:মোঃ আব্দুর রাজ্জাক,চৌহালী সিরাজগঞ্জের সরকারী শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম সহ আই সি এল স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও অভিভাবক উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের প্যারেড ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রায় ৭০০ শিক্ষার্থীর অংশগ্রহণে ‘আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক একটি ডিসপ্লে প্রদান করেন। ডিসপ্লের মাধ্যমে বাংলাদেশের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধি, ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় ফুটিয়ে তোলা হয়। এসময় প্রধান অতিথি আফিয়া সুলতানা কেয়া বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম ও সৃজনশীল কাজে অংশগ্রহণ, চারিত্রিক বিকাশ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। তথ্যপ্রযুক্তিতে জ্ঞান ও দক্ষতা অর্জন করে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য শিক্ষার্থীদের উপদেশ দেন। ডিসপ্লে শেষে বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন অএ স্কুলের ছাত্রছাত্রীরা এবং সন্মানিত অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন আই সি এল স্কুলের প্রতিষ্ঠাতা মোঃশহিদুল ইসলাম

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৮-০২-২০২৪ ১২:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 284 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com