শিরোনামঃ
অনলাইন নিউজ এডিটর ১৬-০২-২০২৪ ০৭:২৯ অপরাহ্ন |
অমর একুশে বইমেলা ২০২৪ মাছরাঙা প্রকাশন থেকে প্রকাশিক হয়েছে মোঃ জাহিদুল ইসলামের তৃতীয় কাব্যগ্রন্থ "অনুভব"। বইটি উৎসর্গ করেছেন সকল বীরাঙ্গনাকে। বইটি পাওয়া যাবে মেলায় এর ৬২০ নং স্টলে। বইটির ফ্লাপ লিখেছেন অরূপ ব্যানার্জী আর ফ্লাপের কথাগুলো প্রচ্ছদে চিত্রায়ন করেছেন অরিত আহসান। অনুভব' কবি জাহিদুল ইসলামের তৃতীয় কাব্যগ্রন্থ। প্রেম, বিরহ ও স্বদেশচেতনার এক অপূর্ব মিশ্রণ সৃষ্টি হয়েছে এই কাব্যগ্রন্থে। বেশ কিছু কবিতায় আঞ্চলিক ভাষার সফল প্রয়োগ এই গ্রন্থকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। কাব্যগ্রন্থটি শুরু হয়েছে তেমনই এক কবিতা দিয়ে। বেদনাকাতর বিরহ পর্যায়ের কবিতাগুলিতে আমরা যেমন কবির দীর্ঘশ্বাস শুনতে পাই, তেমনি উদ্দীপনামূলক কবিতা আমাদের স্বপ্ন দেখায় নতুন করে জীবনের পথে চলতে। তার প্রেমের প্রকাশের সহজ, অকপট ভাব আমাদের মনকে ছুঁয়ে যায়। আবার কোনো কবিতায় আমরা মুখোমুখি হই সভ্যতার সংকটের। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বাঙ্গালীর ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এক বিষয়। কবির স্বদেশ চেতনার এক উজ্জ্বল প্রতিচ্ছবি আমরা পাই এই বিষয়ক কবিতায়। বঙ্গবন্ধুর প্রতি কবির আবেগ আমাদের হৃদয়কেও উদ্বেলিত করে। মুক্তিযোদ্ধা ভাগীরথি সাহার কথা পড়তে পড়তে আমাদের চোখও অশ্রুসিক্ত হয়ে ওঠে। তখন এটি আর নিছক কাব্যগ্রন্থের ভূমিকায় থাকেনা, এটি হয়ে ওঠে এক সময়ের সাক্ষী, ইতিহাসের দলিল! মোঃ জাহিদুল ইসলামের জন্ম ৩ ফ্রেব্রুয়ারি ১৯৮২, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মাটিকোড়া গ্রামে। পিতা: মেঃ আব্দুল মালেক মন্ডল ও মাতা: মোছাঃ মরিয়ম বেগম। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকা কলেজ থেকে রসায়নে প্রথম শ্রেণিতে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২৮ তম বিসিএস এর মাধ্যমে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে যোগদান করে অধ্যাপনা করছেন। বর্তমানে সহকারী অধ্যাপক (রসায়ন), বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা ও পিএইচ.ডি. গবেষক হিসেবে নিয়োজিত আছেন পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বিভিন্ন সায়েন্টিফিক জার্নালে বিজ্ঞান বিষয়ে নিয়মিত গবেষণামূলক লেখালেখি করেন। আর্ন্তজাতিক জার্নালে তার পাঁচটি গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তার কাব্যগ্রন্থ দুইটি (কণ্ঠস্বর ও প্রতিধ্বনি)। কবিতা লেখার পাশাপাশি বিভিন্ন সমাজসেবা, মানবধিকার ও সাস্কৃতিক সংগঠনের অ্যাক্টিভিস্ট হিসেবে তৎপর থাকেন এবং বাংলা বিতর্ক নিয়ে কাজ করছেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন, বাংলাদেশ এর সাথে। অধ্যাপনার পাশাপাশি সহশিক্ষামূলক বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে তিনি প্রজন্মকে নতুনভাবে গড়ে তোলার স্বপ্ন দেখেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com