শিরোনামঃ
![]() ০৪-০২-২০২৪ ০৪:২৮ অপরাহ্ন |
স্টাফ রিপোটারঃ
সিরাজগঞ্জের কাজিপুরে বৈদ্যুতিক শট র্সাকিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে অঙ্গার হয়েছে এক ভিক্ষুক। তার নাম মোজাম প্রামানিক (৬৫)। রবিবার ভোররাতে উপজেলার সোনামুখী ইউনিয়নের রশিকপুর গ্রামের এই ঘটনা ঘটে। খবর পেয়ে কাজিপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী জানান, নিহত ব্যক্তি বিভিন্নজনের সহযোগিতা নিয়ে চলতেন। তার স্ত্রী অনেক পূর্বেই মারা গেছেন। আর ছেলেমেয়েরা জীবিকার তাগিদে ঢাকায় থাকেন।
কাজিপুর ফায়ার সর্ভিসের কর্তব্যরত অফিসার আলতাফ হোসেন জানান, ভোরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনি। কিন্তু ততক্ষণে ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। পোড়া অবস্থায় একটি লাশ উদ্ধার করে কাজিপুর থানা পুলিশের জিম্মায় দেয়া হয়েছে।
কাজিপুর থানার অফিসার ইন চার্জ শহিদুল ইসলাম জানান, নিহত ব্যক্তি ঘরে একাই ছিলেন বলে জানতে পেরেছি। লাশ চেনা যাচ্ছেনা। ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com