চৌহালীতে ভাংড়ি ব্যবসার আড়ালে চোরাই মোটরসাইকেলের কারবার- উদ্ধার তিন মোটর বাইক
১৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:৪২ পূর্বাহ্ন

  

চৌহালীতে ভাংড়ি ব্যবসার আড়ালে চোরাই মোটরসাইকেলের কারবার- উদ্ধার তিন মোটর বাইক

আব্দুল জলিল
৩১-০১-২০২৪ ০৬:৫৬ অপরাহ্ন
চৌহালীতে ভাংড়ি ব্যবসার আড়ালে চোরাই মোটরসাইকেলের কারবার- উদ্ধার তিন মোটর বাইক

স্টাফ রিপোর্টারঃ  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জের যমুনা অধ্যুষিত চৌহালী থানা পুলিশের অভিযানে তিনটি পালসার মোটর সাইকেল উদ্ধার হয়েছে। এই ঘটনায় চার আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার এসব তথ্য নিশ্চিত করেন চৌহালী থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত (পিপিএম) । তিনি জানান, ধৃত আসামীগণ ভাংড়ি ব্যবসার আড়ালে মোটরসাইকেল চুরি ও ক্রয় বিক্রয় কাজে জড়িত ছিলো। গত মঙ্গলবার কোদালিয়া ও নাগরপুর থানাধীন গয়াহাটা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে  তিনটি গাড়িসহ  আসাদুল্লাহ (২৮) পিতা মোঃ মিজানুর রহমান ওরফে ফজল মাস্টার গ্রাম কোদালিয়া পূর্ব পাড়া,  মোহাম্মদ সাইফুল ইসলাম (৪৮) পিতা মৃত বীর মুক্তিযোদ্ধা জসীম উদ্দীন গ্রাম কোদালিয়া পূর্ব পাড়া ,  মোহাম্মদ ইসমাইল হোসেন ( ২৫ )পিতাঃ মোহাম্মদ হোসেন আলী গ্রাম কোদালিয়া সর্ব থানা চৌহালী জেলা সিরাজগঞ্জ ও মোঃ আলামিন (২৭) পিতা মৃত ওয়াজেদ ফকির গ্রাম স্বল্প আকুটিয়া থানা নাগরপুর জেলা টাঙ্গাইল দেরকে গ্রেফতার করা হয় ।  গ্রেফতারকৃত আসামীদের মধ্যে মোঃ সাইফুল ইসলাম চৌহালী থানাধীন কোদালিয়া বাজারে ভাংড়ির ব্যবসা করে এই ভাংড়ির ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেলের কারবার করে আসছিলো । আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে এবং আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত চোরাই মোটরসাইকেল এর প্রকৃত মালিক সন্ধান অব্যাহত আছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্য আসামীদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে ।

 উল্লেখ্য ওসি শ্যামল কুমার দত্ত কাজিপুর থানায় থাকা অবস্থায় তিনমাসে মোট ১৯ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে বেশ কয়কজনকে গ্রেপ্তার করেছে। সেইসাথে ১০ টি মোটরসাইকেলের মালিককে সনাক্ত করে বাইকগুলো তাদের হাতে তুলে দিয়েছেন।


আব্দুল জলিল ৩১-০১-২০২৪ ০৬:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 203 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com