শিরোনামঃ
![]() ১৯-০১-২০২৪ ০৬:০৮ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ মোকছেদ খাঁন বয়স (৭৪)।জীবনের শেষ সময়ে এসে তিনি একেবারে অসহায় হয়ে পড়েছেন।এরইমধ্যে তার শরীরে বাসা বেধেছে নানা রোগ। স্ত্রী অনেক আগেই মারা গেছেন। বাড়ির পাশের তার এক স্বামী পরিত্যক্তা বোন এখন তার দেখাশোনা করেন। সম্প্রতি মোকছেদ খাঁ পুরোপুরি চলৎশক্তি হারিয়েছেন।
শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর দক্ষিনপাড়া মোকছেদ খাঁর বাড়িতে গিয়ে দেখা গেছে বাড়ির রাস্তার পাশে বসে আছেন তিনি।মানুষ দেখলেই শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন তিনি। সেখানে উপস্থিত (সহকারি শিক্ষা কর্মকর্তা হিসেবে অন্যত্র কর্মরত) আমিনুল ইসলাম জানান, কাজিপুরের একটি স্বেচ্ছাসেবি সংগঠন তাকে চিকিৎসার ভার নিয়েছিলেন। কিন্তু শেষ অবধি তার চিকিৎসা হয়নি। এখন তার চলার জন্যে একটি হুইল চেয়ার দরকার। সাথে কিছু গরম কাপড় ও অর্থ সহায়তা পেলে আবারো চিকিৎসা শুরু করা যেতে পারে।আমরাও চেষ্টা করছি।
এসময় মোকছেদ খাঁর বোন অসহায় চলৎশক্তিহীন ভাইয়ের জন্যে হুইল চেয়ার ও চিকৎসার জন্যে অর্থসহায়তা চেয়েছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com