শিরোনামঃ
![]() ০৬-০১-২০২৪ ০৬:৫৯ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা অটিজম প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক সেলিম রেজা জীবন আর নেই। শুক্রবার রাত সাড়ে বারোটায় তিনি নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ)। তার বয়স হয়েছিলো ৪২ বছর। তিনি মা, ভাই, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির তিনি সহ সভাপতি ছিলেন। তিনি টাঙ্গাইলের মধুপুরে এসেনসিয়াল ল্যাটেক্স প্রসেসিং প্লান্ট এ ক্রয় বিভাগের সহকারী কর্মকর্র্তা হিসেবে কর্মরত ছিলেন। শনিবার বেলা এগারটায় নিজ বাড়ি চালিতাডাঙ্গায় মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। সেলিম রেজা জীবনের মৃত্যুতে শোক জানিয়েছেন সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক আবদুল জলিল, প্রতিবন্ধী সমন্বয় পরিষদের সভাপতি ইলিয়াস রাজ, সাধারণ সম্পাদক শারমিন জাহান রিমা, চালিতাডাঙ্গা ফ্রেন্ডস এ্যাসোসিয়েশনের সভাপতি হামিদুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com