কাজিপুরে চরাঞ্চলের ৫৫ কেন্দ্রে গেলো ব্যালটসহ ভোট সামগ্রী-বাকি ৬০ কেন্দ্রে ভোটের দিন
১৫ অক্টোবর, ২০২৫ ০১:২৯ অপরাহ্ন

  

কাজিপুরে চরাঞ্চলের ৫৫ কেন্দ্রে গেলো ব্যালটসহ ভোট সামগ্রী-বাকি ৬০ কেন্দ্রে ভোটের দিন

আব্দুল জলিল
০৬-০১-২০২৪ ০৬:৫২ অপরাহ্ন
কাজিপুরে চরাঞ্চলের ৫৫ কেন্দ্রে গেলো ব্যালটসহ ভোট সামগ্রী-বাকি ৬০ কেন্দ্রে ভোটের দিন

আবদুল জলিল| দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট সরঞ্জাম পাঠানো হয়েছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১১৫ টি কেন্দ্রে।   শনিবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে আনুষ্ঠানিকভাবে সরঞ্জামাদি বিতরণ শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোহরাব হোসেন। সরঞ্জাম বুঝে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ভোটকেন্দ্রে পৌঁছে গেছেন প্রিজাইডিং সহকারী প্রিজাইডিং  ও পোলিং অফিসারগণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোহরাব হোসেন জানান, ভোটের দিন সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে সেনাবাহিনীর  তিনটি টিম, বিজিবির দুইটি টিম রাবের দুইটি টিম এবং পুলিশের নয়টি মোবাইল টিম ভোটের মাঠে  সারাক্ষণ কাজ করবে। আশা করছি  প্রতিটি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কেউ কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তাৎক্ষনিকভাবে সেটি প্রতিহত করা হবে।

এরইমধ্যে চরাঞ্চলের ৫৫ টি কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে গেছে। বিড়া অঞ্চলের বাকি ৬০ টি কেন্দ্রে ভোটের দিন ভোর ৪টায় ব্যালট পেপার বিতরণ করা হবে। কঠোর নিরাপত্তার সাথে কেন্দ্র কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হবে। 


আব্দুল জলিল ০৬-০১-২০২৪ ০৬:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 200 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com