উল্লাপাড়ায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সারঞ্জাম ৭৮ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ
১৫ অক্টোবর, ২০২৫ ০১:২৪ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সারঞ্জাম ৭৮ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৬-০১-২০২৪ ০৫:৫৬ অপরাহ্ন
উল্লাপাড়ায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সারঞ্জাম ৭৮ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৩৭ টি কেন্দ্রের মধ্যে দূর্ঘম ৯ টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার সহ নির্বাচনী সারঞ্জাম পাঠানো হচ্ছে। এছাড়া বাকী কেন্দ্র গুলোতে ভোটের দিন সকালে ব্যালট পেপার,ব্যালট বক্স সহ বিভিন্ন সারঞ্জাম পাঠানো হবে। শনিবার বিকেল ৫ টায় উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সানজিদা নির্বাচনের সারঞ্জাম প্রিজাইজিং অফিসারদের নিকট হস্তান্তর করেন। এসময় প্রতিটি কেন্দ্র গুলোতে পুলিশ, আনসার সদস্যদের দায়িত্ব বুঝে দেওয়া হয়। এছাড়াও ১২৮ টি ভোটকেন্দ্রে নির্বাচনের দিন ভোরে ব্যলট পেপার পাঠানো হবে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা সানজিদা সুলতানা। এই উপজেলায় মোট ভোটার ৪ লাখ ৪৩ হাজার ৪৪০ জন এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ২৭ হাজার ১৪৮ জন,নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ২৮৪ জন এবং তৃতীয়লীঙ্গের রয়েছেন ৮ জন। এই উপজেলায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে ৭৮ টি।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৬-০১-২০২৪ ০৫:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 558 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com