চৌহালী ও তীব্র শীতে দেখা নেই সূর্যের,জনজীবন বিপর্যস্ত
০৩ নভেম্বর, ২০২৪ ১২:৫১ পূর্বাহ্ন

  

চৌহালী ও তীব্র শীতে দেখা নেই সূর্যের,জনজীবন বিপর্যস্ত

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
০৩-০১-২০২৪ ০৮:২০ পূর্বাহ্ন
চৌহালী ও তীব্র শীতে দেখা নেই সূর্যের,জনজীবন বিপর্যস্ত

সিরাজগঞ্জের চৌহালী ও বেলকুচি উপজেলায় বুধবার সকালে মেঘাচ্ছন্ন আকাশ আর ঘন কুয়াশার সঙ্গে উত্তরের ঠাণ্ডা বাতাসে শীতের তীব্রতা জেঁকে বসেছে। দেখা মেলেনি সূর্যের। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে চরাঞ্চলসহ ও নৌ চলাচলে বিঘ্নিত হচ্ছে। যাত্রীদের জনজীবন সবচেয়ে চরম বিপাকে পড়েছেন দিনমজুর ও নিম্নআয়ের মানুষরা। এদিকে,ঘন কুয়াশার কারণে, সড়কে বাস, ট্রাক,পিকআপ ভ্যানগুলোকে হেডলাইন জ্বালিয়ে ঝুঁকি নিয়ে চলতে দেখা গেছে। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে গ্রাম-গঞ্জের অসহায় মানুষরা। ৩,১,২০২৪


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৩-০১-২০২৪ ০৮:২০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 118 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com