শিরোনামঃ
![]() ২৯-১২-২০২৩ ০৯:২১ অপরাহ্ন |
আবদুল জলিলঃ
দাদা শহিদ ক্যাপটেন এম মনসুর আলী ছিলেন জাতীয় চারনেতার একজন এবং বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর। স্বাধীন বাংলাদেশের সর্বশেষ তিনি ছিলেন প্রধানমন্ত্রী। তারই প্রৌপুত্র প্রয়াত মোহাম্মদ নাসিমের পুত্র প্রকৌশলী তানভীর শাকিল জয় এবার রয়েছেন ভোটের মাঠে। জাতীয় সংসদের ৬২ সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের পাঁচ ইউনিয়ন) এবার তিনি নৌকার প্রার্থী। তার পিতা মোহাম্মদ নাসিম এই আসন থেকে ছয়বার নির্বাচন করে জয়লাভ করে দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। আর তৃতীয়বারের মতো লড়ছেন তানভীর শাকিল জয়। গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার পরেই এই সংসদীয় আসনটি নৌকার ভোটব্যাংক বলে সারাদেশে পরিচিত। জাতীয় কোন নির্বাচনেই এই আসনে নৌকা পরাজিত হয়নি। বরং নৌকার বিপরীতের প্রার্থীদের অনেকেরই জামানত টেকানো কঠিন হয়ে যায়।
এবারও এই আসনে নৌকার প্রার্থী তানভীর শাকিল জয় তফসিল ঘোষণার পর থেকে দলীয় নেতাকর্মিদের নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।
উপজেলা নির্বাচন কার্যাসূত্রে জানা গেছে, এই আসনের মোট ভোটার ৩ লক্ষ ৯৪ হাজার ৬৭২ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৯৫ হাজার ১১৫ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ৯৯ হাজার ৫৫৫জন। আর অন্যান্য ২ জন। মোট ১১৫ টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এদিকে নির্বাচনী মাঠে নৌকার প্রচারণায় সরগরম ভোটের মাঠ। কিন্তু নৌকার প্রার্থী জয়ের বিপরীতে লাঙল প্রতীক নিয়ে জাতীয় পার্টির জহুরুল ইসলামকে ঢিলেঢালা প্রচারনায় দেখা গেলেও অনেকটাই নিশ্চুপ মশাল প্রতীক নিয়ে জাসদের সাইফুল ইসলাম ও নোঙর প্রতীকের বিএনএম প্রার্থী সবুজ চাকলাদার।
জাতীয় পার্টির জহুরুল ইসলাম জানান, আমি নির্বাচনে নতুন মুখ হলেও ভোটারদের কাছে গিয়ে নিজের ভোট চাইছি। আর জাসদের সাইফুল ইসলাম নিজের অসুস্থতার কথা জানিয়ে বলেন, আমার হয়ে কর্মিরা প্রচারণা চালাচ্ছে। বিএনএম এর সবুজ চালকাদারও নির্বাচনের মাঠে একেবারে নতুন মুখ। তিনিও দাবী করেছেন কর্মিদের নিয়ে প্রচারণায় আছেন।
অপরদিকে নির্বাচনী মাঠে চরবিড়ায় সমানতালে পথসভা, উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও জনসভা করে ভোটের মাঠ চাঙ্গা রেখেছেন আওয়ামী লীগের প্রকৌশলী তানভীর শাকিল জয়। ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মিদের নিয়ে তিনি দিনরাত দেশের সার্বিক উন্নয়নচিত্র তুলে ধরে নৌকার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। সবচেয়ে চোখেপড়ার মতো হচ্ছে নির্বাচনী মাঠে অনেকগুলো দলে ভাগ হয়ে নারী কর্মিরা নৌকার ভোট চাইছেন। জয় বলেন, দাদা এবং পিতার পরিচিত এই ভোটের মাঠে সবাই আমাকে চেনে জানে। নদী ভাঙনের হাত থেকে কাজিপুরকে রক্ষাসহ এলাকার নানা উন্নয়ন একমাত্র আওয়ামী লীগ সরকারই করেছে। তাই অতীতের ন্যায় এবারও কাজিপুরের নৌকাপাগল জনগণ বিপুল ভোটে আমাকে জয়ী করবে বলে বিশ্বাস করি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com