নির্বাচনী মাঠে এমপি জয় এর পক্ষে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি শেখ শাহ আলম
১৫ অক্টোবর, ২০২৫ ০৮:১৬ অপরাহ্ন

  

নির্বাচনী মাঠে এমপি জয় এর পক্ষে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি শেখ শাহ আলম

আব্দুল জলিল
২৮-১২-২০২৩ ০৮:২৭ পূর্বাহ্ন
নির্বাচনী মাঠে এমপি জয় এর পক্ষে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি শেখ শাহ আলম

স্টাফ রিপোর্টারঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসনের নৌকার প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয় এর পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি শেখ শাহ আলম। গত তিনদিন তিনি একটানা সিরাজগঞ্জ এবং কাজিপুর উপজেলা কমিটির সদস্যদের নিয়ে ভ্রাম্যমাণ ট্রাকযোগে নৌকার পক্ষে প্রচারণা চালিয়েছেন। এরপর নিজ গ্রাম গান্ধাইলের ৪ ও ৫ নম্বর ওয়ার্র্ডের মধ্যেকার সৃষ্ট দ্বন্দ্বের ও অবসান ঘটিয়ে ভোট বিপ্লব ঘটাতে তিনি জনসভার আয়োজন করেন।  

মঙ্গলবার রাত আটটায় কাজিপুরের গান্ধাইল গ্রামের সেই জনসভায় প্রধান অতিথি ছিলেন নৌকার প্রার্র্থী এমপি জয়। চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে জয় বলেন, দেশের উন্নয়ন চাইলে নৌকায় ভোট বিপ্লব ঘটানোর কোন বিকল্প নাই। নৌকা পাগল  কাজিপুরবাসী এবার রেকর্ডসংখ্যক ভোটে নৌকার বিজয় সুনিশ্চিত করবে জানিয়ে তিনি বলেন, তাহলে হয়তো নেত্রীর নিকট থেকে আপনাদের জন্যে কোন উপহার অপেক্ষা করতেও পারে। এবার নির্বাচিত হলে চরকে টেকসই প্রযুক্তির মাধ্যমে গড়ে তোলাসহ চলমান উন্নয়ন কাজগুলো দ্রুততার সাথে শেষ করে নতুন পরিকল্পনা নিয়ে মডেল কাজিপুর বিনির্মাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জনসভায় আয়োজক শেখ শাহ আলম উপস্থিত সবার উদ্দেশ্যে পুরস্কারের চ্যালেঞ্জ ছুড়ে দেন। গান্ধাইল ইউনিয়নের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত সেন্টারের কর্মরতদের তিনি নগদ অর্থ পুরস্কারের ঘোষণা দেন। এসময় বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সহিদ সরোয়ার। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, গান্ধাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেনসহ গান্ধাইল ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মিগণ।


আব্দুল জলিল ২৮-১২-২০২৩ ০৮:২৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 172 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com