ভোটের মাঠে কাজিপুর পৌর মেয়র –আশা সর্বোচ্চ ভোটের রেকর্ড
১৫ অক্টোবর, ২০২৫ ০৮:২১ অপরাহ্ন

  

ভোটের মাঠে কাজিপুর পৌর মেয়র –আশা সর্বোচ্চ ভোটের রেকর্ড

আব্দুল জলিল
২৮-১২-২০২৩ ০৮:০৬ পূর্বাহ্ন
ভোটের মাঠে কাজিপুর পৌর মেয়র –আশা সর্বোচ্চ ভোটের রেকর্ড

স্টাফ রিপোর্টারঃ  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬২ সিরাজগঞ্জ ০১ আসনে নৌকার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন কাজিপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার।  বুধবার বিকেলে তিনি আলমপুর পূর্বপাড়া, উত্তরপাড়ায় এই নির্বাচনী প্রচারণায় অংশ নেন।  এসময় তিনি মহিলাদের উঠোন সভায় উপস্থিত হয়ে নৌকার ভোট চান ও লিফলেট বিলি করেন।   এসময় তার সাথে ছিলেন পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিনা খাতুন  ও সহসভাপতি রেবা খাতুন। মেয়র জানান, জননেত্রী শেখ হাসিনার নৌকার মাঝি কাজিপুরে নাসিম তনয় তানভীর শাকিল জয়কে এবার আমরা সর্বোচ্চ ভোটে জয়ী করতে কাজ করছি। আশা করি সেই পথে আমরা সফল হবো। আর এবার এমনটি হলে নিশ্চয়ই মামনীয় প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদে ঠাঁই হবে আমাদের নেতার।


আব্দুল জলিল ২৮-১২-২০২৩ ০৮:০৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 144 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com