শিরোনামঃ
![]() ২৬-১২-২০২৩ ০৪:২১ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে সাবেক স্ত্রী মুন্নী খাতুন(২৪) ও তার পরিবারের সদস্যদের দেয়া মামলা ও হুমকী ধামকির ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন আব্দুল হাকিম নামের এক অটোভ্যান চালক। তিনি উপজেলার লক্ষীপুর দক্ষিণ পাড়ার কৃষক গোলাম হোসেনের পুত্র। প্রতিকার চেয়ে আব্দুল হাকিমের পিতা সিরাজগঞ্জ মুন্নী খাতুন তার পিতা গোফফার ওরফে মোকলেছুর এবং মাতা আকলিমা খাতুনকে বিবাদী করে সিরাজগঞ্জ আমলী আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর থেকে মুন্নী ও তার পরিবার আরও ক্ষিপ্ত হয়ে নানা প্রকার হুমকী ধামকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন গোলাম হোসেন।
মামলাসূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর পূর্বে গোলাম হোসেনের পুত্র ভ্যানচালক আব্দুল হাকিমের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ঘরে এক সন্তানের জন্ম হয়। বিয়ের পরই মুন্নী গাজীপুরের মাওনায় একটি পোশাক কারখানায় চাকরি নেন। সেখানে থাকাকালিন সময়ে নিজের স্বামীকে না জানিয়ে অন্য এক যুবকের সাথে বিয়ে করে মুন্নী। এই খবর আব্দুল হাকিমের পরিবার জানতে পেরে মুন্নীকে খোরপোশ দিয়ে আইনগতভাবে তালাক প্রদান করে। এরইমধ্যে মুন্নী পরে বিয়ে করা ওই যুবকের নিকট থেকে মোটা টাকা হাতিয়ে নিয়ে তাকে বিদায় করে দেয়। এরপর মুন্নী তার প্রথম স্বামী আব্দুল হাকিমের সাথে ঘর করার জন্য চেষ্টা চালায়। কিন্তু আব্দুল হাকিম রাজী না হওয়ায় গত ৯ আগস্ট রাতে ভ্যান নিয়ে বাড়ী ফেরার সময় মাথাইলচাপড় গ্রামের ফাঁকা রাস্তায় আব্দুল হাকিমকে ধরে ফেলে মুন্নী ও তার লোকজন। পরে ভ্যানসহ হাকিমকে নিজের বাড়িতে নিয়ে মারধোর করে আটকে রেখে সাদা কাগজে টিপসই নেয় বলে মামলার আর্জিতে উল্লেখ করা হয়েছে।
সোমবার দুপুরে গোলাম হোসেন সাংবাদিকদের জানান, মুন্নীর কাজই হচ্ছে কাউকে ফাঁসিয়ে টাকা আদায় করা। সে আমাদের নামে দুইটি মিথ্যে মামলা দিয়েছে আবার প্রাণনাশের হুমকী ধামকিও দিয়ে যাচ্ছে।এদিকে মুন্নীর পিতা গাফফার ওরফে মোকলেছুর মুঠোফোনে এসব অভিযোগ অস্বীকার করে জানান, আমার জামাইয়ের বাবার কারণে মেয়ের সমস্যা হয়েছে। জামাই ঠিকই আছে। কিন্তু তার বাবা সমস্যা সৃষ্টি করে রেখেছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com