কাজিপুরে মা সমাবেশে এমপি জয়--উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন
১৫ অক্টোবর, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ন

  

কাজিপুরে মা সমাবেশে এমপি জয়--উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন

আব্দুল জলিল
২০-১২-২০২৩ ০৫:৫১ অপরাহ্ন
কাজিপুরে মা সমাবেশে এমপি জয়--উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন

স্টাফ রিপোর্টার্ঃ  দেশের চলমাণ উন্নয়নের অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট চাইলেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। বুধবার বিকেলে তিনি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক আলোচনা ও  মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি মায়েদের উদ্দেশ্যে তিনি এই আহবান জানান।  তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা আব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতা রাখতে হলে আবারো নৌকায় ভোট দিতে হবে। মনে রাখবেন নৌকা জিতলে উন্নয়ন জিতে যায়।  একজন মা ই পারে তার সন্তানকে সঠিক নির্দেশনা দিতে। তেমনি একজন মমতাময়ী মা শেখ হাসিনাই পারে এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে। তাই আগামী ৭ জানুয়ারির নির্বাচনে আপনারা নৌকায় আপনাদের রায় দিন।

 নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে  কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, নিশ্চিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল মাস্টার বক্তব্য রাখেন। এরপর জয় জজিরিা পূর্বপাড়া এমদাদুল উলম কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের খোঁজ খবর নেন। এসময় তাদের অনুরোধে তিনি ছবিও তোলেন।  


আব্দুল জলিল ২০-১২-২০২৩ ০৫:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 273 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com