কাজিপুরে বিজয় দিবসের প্রতিযোগিতায় সেরা অন্যরকম বিদ্যানিকেতন
১৩ অক্টোবর, ২০২৫ ০৩:১২ পূর্বাহ্ন

  

কাজিপুরে বিজয় দিবসের প্রতিযোগিতায় সেরা অন্যরকম বিদ্যানিকেতন

আব্দুল জলিল
১৯-১২-২০২৩ ০৫:৫৩ অপরাহ্ন
কাজিপুরে বিজয় দিবসের প্রতিযোগিতায় সেরা অন্যরকম বিদ্যানিকেতন

স্টাফ রিপোর্টারঃ মহান বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জের কাাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সেরার মর্যাদা পেয়েছে অন্যরকম বিদ্যানিকেতন। উপজেলার সোনামুখী ইউনিয়নের পরানপুর গ্রামে অবস্থিত বিদ্যালয়টির শিক্ষার্থীগণ গত ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবসে চিত্রাঙ্কন ও আবৃত্তিতে অংশ নিয়েছিলো। এতে বিদ্যালয়টির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সোয়াইন বিন সাইম চিত্রাঙ্কনে প্রথম স্থান লাভ করে। একই প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির মুক্তা খাতুন দ্বিতীয় এবং শাওন আহম্মেদ তৃতীয় স্থান লাভ করেছে। এছাড়া আবৃত্তিতে দ্বিতীয় স্থান পেয়েছে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী জিনিয়া আক্তার জুন এবং তৃতীয় স্থান পেয়েছে চতুর্থ শ্রেণির আরবী সুলতানা সখ।

 বিজয় দিবসে ডিসপ্লে খ বিভাগে প্রথম স্থান অর্জন করেছে এই বিদ্যালয়টি। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেনের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ইয়াছিন আলী।


আব্দুল জলিল ১৯-১২-২০২৩ ০৫:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 177 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com