কাজিপুরে তেলকল মালিকের রহস্যজনক মৃত্যু
০৫ ডিসেম্বর, ২০২৪ ০৯:৩৯ অপরাহ্ন

  

কাজিপুরে তেলকল মালিকের রহস্যজনক মৃত্যু

আব্দুল জলিল
১৭-১২-২০২৩ ০৩:৪০ অপরাহ্ন
কাজিপুরে তেলকল মালিকের রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ  সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল গ্রামের এক তেলকল মালিকের রহস্যজনজ মৃত্যু হয়েছে। তার নাম আবু শাহিন (৩৬)। তিনি ওই গ্রামের মৃত আমিনুল ইসলামের পুত্র। খবর পেয়ে রবিবার দুপুরে কাজিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে।

নিহত আবু শাহিনের মিলের কর্মচারী শাওন মিয়া জানান, শনিবার যথারীতি মিলের কাজ সেরে  বাড়ি চলে যাই। রবিবার সকালে কাজে এসে মিলের দরোজা খোলা দেখে ভিতরে ঢুকে মালিককে ঘরের ধরনার সাথে ওড়না দিয়ে ফাঁস নেয়া অবস্থায় দেখতে পাই।  এসময় স্থানীয় কলেকজন লোক ডেকে এনে ওড়না কেটে লাশ ঘরের চৌকির উপর নামিয়ে শুইয়ে রেখে থানা পুলিশকে খবর দেই।

এদিকে লাশ উদ্ধারকারি কাজিপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ জানান,  আবু শাহিনের ঘরে সিসিটিভি ক্যামেরা ছিলো। কিন্তু ঘরের ক্যামেরাটি কাপড় দিয়ে ঢাকা ছিলো। আমরা জানতে পেরেছি গতকালই আবু শহিন তার স্ত্রীসহ তিন সন্তানকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের  জন্যে  সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে নিহতের কয়েকজন প্রতিবেশি জানিয়েছেন ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এমন ঘটনা ঘটতে পারে।


আব্দুল জলিল ১৭-১২-২০২৩ ০৩:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 165 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com