পাবনার সুজানগর উপজেলার নতুন ইউএনও সুখময় সরকার
০১ নভেম্বর, ২০২৫ ০৫:০৭ অপরাহ্ন

  

পাবনার সুজানগর উপজেলার নতুন ইউএনও সুখময় সরকার

আব্দুল জলিল
১৪-১২-২০২৩ ০৭:০৫ অপরাহ্ন
পাবনার সুজানগর উপজেলার নতুন ইউএনও সুখময় সরকার

স্টাফ রিপোর্টারঃ পাবনা জেলার সুজানগর উপজেলার নতুন ইউএনও সুখময় সরকার। তিনি গতকাল এই উপজেলায় প্রথম অফিস করেছেন।  সুখময় সরকার এর আগে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সিরাজগঞ্জের কাজিপুরে ১৪ মাস দায়িত্ব পালন করেছেন। সেখানে তিনি ১২ টি ইউনিয়নে জয়বাংলা স্মার্ট ইউনিয়ন সেন্টার প্রতিষ্ঠা করেছেন। নতুন এই ধারণা প্রয়োগ করে সহজেই গ্রামের সাধারণ মানুষ উপজেলায় কর্মরত অফিসারদের সাথে যোগাযোগ করতে পারছে। ঘরে বসে বা দূরের কর্মস্থলে বসেই তারা সেবা নিতে পারছেন। এছাড়া তিনি প্রাথমিক শিক্ষার প্রসারে নানামুখী পদক্ষেপ নেয়ায় রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ ইউএনও হবার গৌরব অর্জন করেছেন। সদা জনবান্ধব এই অফিসারের নতুন ঠিকানা পাবনার সুজানগর।  


আব্দুল জলিল ১৪-১২-২০২৩ ০৭:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 401 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com