কাজিপুরে যমুনা নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার
০২ নভেম্বর, ২০২৪ ১১:১৩ অপরাহ্ন

  

কাজিপুরে যমুনা নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

আব্দুল জলিল
১৩-১২-২০২৩ ০৭:০৪ অপরাহ্ন
কাজিপুরে যমুনা নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদী থেকে গাজিউর রহমান(৬২) নামের এক  মানসিক ভারসাম্যহীন  বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।তার বাড়ি উপজেলার মাসুয়াকান্দি ফকির পাড়া গ্রামে। বুধবার বিকেলে কাজিপুর থানা পুলিশ মাছুয়াকান্দি ঘাট এলাকা থেকে ওই লাশ উদ্ধার করে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গাজীউর রহমান দীর্ঘ ছয় সাত বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন। গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে। খুঁজে পেতে এলাকায় মাইকিংও করা হয়েছে।

 বুধবার দুপুরে গাজীউরের বাড়ির পূর্বপাশে মাসুয়াকান্দি ফকির পাড়া ওয়াবদার ঢাল(খাদ) থেকে গন্ধ ছড়াতে থাকলে স্থানীয় লোকজন সেখানে এগিয়ে গিয়ে পানিতে ভাসমান একটি লাশ দেখতে পায়।  এই খবর পেয়ে গাজীউরের ছোট ভাই আজিজুর ঘটনাস্থলে গিয়ে ভাইয়ের লাশ সনাক্ত করে।

কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব বলেন, 'স্থানীয় লোকজন আমাকে খবর দেয়। পরে আমি পুলিশকে খবর দেই। গাজীউর রহমান দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন। কয়েকদিন আগে থেকেই তিনি নিখোঁজ ছিলেন।'

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, 'মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। 


আব্দুল জলিল ১৩-১২-২০২৩ ০৭:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 160 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com