সারিয়াকান্দিতে অপহৃত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ফিরে এসেছেন
১২ অক্টোবর, ২০২৫ ১০:২১ অপরাহ্ন

  

সারিয়াকান্দিতে অপহৃত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ফিরে এসেছেন

আব্দুল জলিল
০৪-১২-২০২৩ ০৪:৩১ অপরাহ্ন
সারিয়াকান্দিতে অপহৃত স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ফিরে এসেছেন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সারিয়াকান্দিতে অপহরণের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর সেই সমর্থক ফিরে এসেছে তার নিজ বাড়িতে। গতকাল রবিবার দুপুর ১২ টার দিকে অভিযুক্ত নাজমা খাতুন (৩৩) তার স্বামী ও শিশু সন্তানসহ বাড়িতে ফিরে এসেছে। 

জানা গেছে, বগুড়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির সমর্থক কামালপুর ইউনিয়নের নাজমা খাতুন (৩৩) এবং তার স্বামী বেলাল হোসেন (৩৭) ও তাদের ৩ বছরের শিশু কন্যাকে অপহরণ করার অভিযোগ উঠে। এ বিষয়ে একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন ওরফে আয়নাল মেম্বার বাদী হয়ে ৪ জন আওয়ামী লীগ নেতাকে আসামি করে সারিয়াকান্দি থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। কিন্তু পরদিন রবিবার দুপুর ১২ টার দিকে অপহরণের অভিযোগের ভিক্টিমরা তাদের নিজ বাড়িতে ফিরে এসেছে। তারা বাড়িতে ফিরে এসে গনমাধ্যম কর্মীদের জানিয়েছেন যে, তারা ডাক্তার দেখানোর জন্য বগুড়া শেরপুর গিয়েছিলেন এবং সেখানে তারা তাদের নিজ আত্মীয়ের বাড়িতে রাত্রি যাপন করেছেন। ডাক্তার দেখানো শেষ হওয়ায় তারা এখন তাদের নিজ বাড়িতে ফিরে এসেছেন।

এ বিষয়ে নাজমা খাতুন বলেন, আমরা স্ব ইচ্ছায় ডাক্তার দেখানোর জন্য আমাদের আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম। ডাক্তার দেখিয়ে আমরা আবার নিজ বাড়িতে ফিরে এসেছি।

এদিকে অপহরণের এ ঘটনায় অভিযুক্ত আসামি আওয়ামী লীগ নেতা রবিউল হাসান হেলালের স্ত্রী বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্বামী হেলাল ব্যবসার কাজে পঞ্চগড় অবস্থান করছেন। কিন্তু কতিপয় নামীয়  সন্ত্রাসী তার বগুড়া বাসায় এসে তার স্বামীকে খুঁজে নানা ধরনের হুমকি দিয়ে চলে গেছে।

এ বিষয়ে কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং অভিযুক্ত আসামি বলেন, আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগটি যে মিথ্যা বানোয়াট তা ভিক্টিম আমাদের জানিয়েছে। এ বিষয়ে তাদের স্বীকারোক্তিমূলক ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী বলেন, অপহরণের অভিযোগের ভিকটিমদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তারা থানার হেফাজতে রয়েছে। তাদের কারও বিরুদ্ধে কোনও অভিযোগ নাই। তারা স্বেচ্ছায় ডাক্তার দেখানোর জন্য তাদের আত্মীয়ের বাড়িতে গিয়েছিল বলে আমাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।


আব্দুল জলিল ০৪-১২-২০২৩ ০৪:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 304 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com