উল্লাপাড়ায় কুরিয়ার সার্ভিসের গাড়িতে আগুন
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৪-১২-২০২৩ ০৮:০৭ পূর্বাহ্ন
|
|
উল্লাপাড়ায় কুরিয়ার সার্ভিসের গাড়িতে আগুন
রায়হান আলীঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সারাদেশে বিএনপি ও সমমনা দলের নবমদফা ৪৮ ঘণ্টা হরতালের প্রথমদিনে একটি মালবাহী কনটেইনারে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
রোববার রাত পৌনে ১০ টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কের নবগ্রামে বগুড়াগামী করতোয়া কুরিয়ার সার্ভিস এন্ড পার্সেলের একটি মালবাহী কনটেইনার আগুন দিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। এসময় খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিভিয়ে ফেলে। এই কন্টেইনারে বিভিন্ন কাগজপত্র,ওষুধ, এবং প্লাস্টিক সামগ্রী ছিলো। আগুনে কিছু কাগজপত্র ও প্লাস্টিক সামগ্রী পুড়ে গেছেন বলে জানিয়েছেন উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম। তিনি জানান পাবনার কাশিনাথপুর থেকে করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কনটেইনার বগুড়া যাচ্ছিল এটি উল্লাপাড়া পৌঁছালে কয়েকজন দূর্বৃত্ত আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলে ও মালামাল উদ্ধার করে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৪-১২-২০২৩ ০৮:০৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 554 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ