শিরোনামঃ
![]() ০১-১২-২০২৩ ০৫:০৮ অপরাহ্ন |
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে তিনি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে প্রেসক্লাবে আসেন। এসময় প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী সভাপতিত্বে ও সাংবাদিক কবির মাহমুদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল জলিল। সংসদ সদস্য তার বক্তব্যে আসন্ন নির্বাচনের সংবাদগুলো নিরপেক্ষভাবে পরিবেশন এবং বিএনপি জামাতের চলমান জ্বালাও পোড়াও কর্মসূচির নেতিবাচক দিকগুলো তুলে ধরার আহবান জানান। তিনি বলেন, সাংবাদিকগণ জাতির বিবেক হিসেবে পরিচিত। তাই দেশের সামগ্রিক উন্নয়ন চিত্রগুলো তুলে ধরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের সহযোগিতা একান্তভাবে চাই। পরে তিরি প্রেসক্লাবের উন্নয়নে ভূমিকা রাখার ঘোষণা দেন। এসময় কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদারসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com