উল্লাপাড়ায় ছাত্রদল ছাত্রলীগ করা ওমর ফারুক তৃণমূল বিএনপির প্রার্থী
০৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৪ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় ছাত্রদল ছাত্রলীগ করা ওমর ফারুক তৃণমূল বিএনপির প্রার্থী

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
৩০-১১-২০২৩ ১১:৩৯ অপরাহ্ন
উল্লাপাড়ায় ছাত্রদল ছাত্রলীগ করা ওমর ফারুক তৃণমূল বিএনপির প্রার্থী
রায়হান আলীঃ সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া-সলংগা আসনে কিংস পাটি হিসেবে খ্যাত তৃণমূল বিএনপি থেকে মনোনীত নির্বাচন কমিশন এর নির্ধারিত সময়ের শেষ দিন বৃহস্পতিবার অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোঃ ওমর ফারুক। তিনি চর-সাতবাড়িয়া গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে। পেশায় তিনি আয়কর আইনজীবী। ঢাকা আয়কর বারে নিয়মিত কাজ করছেন। এছাড়াও ঢাকায় তার ব্যবসা রয়েছে। ছাত্রজীবনে ওমর ফারুক ২০০২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত উল্লাপাড়া বিএনপির ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন ২০০৬ সালে। এরপরে তিনি ঢাকায় একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন এবং সেখানেও বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন ২০১৩ সাল পর্যন্ত । পরে বেসরকারি একটি প্রতিষ্ঠান থেকে চার্টাড এ্যাকাউন্টট্যান্ট কোর্স করেন তখন থেকে দল পাল্টিয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ২০২৩ সালে আবারও তিনি দল পরিবর্তন করে কিংস পাটি হিসেবে খ্যাত তৃণমূল বিএনপির সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া আসনে প্রার্থী হয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পাট প্রতীকে নির্বাচন করবেন। এছাড়াও এই আসনে আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি,জাপা হিল্টন প্রামাণিক, জাসদ থেকে মোস্তফা কামাল বকুল মনোনয়নপত্র জমা দিয়েছেন। উল্লাপাড়া-সলঙ্গা আসনের তৃণমূল বিএনপির প্রার্থী মোঃ ওমর ফারুক এর সাথে কথা বললে তিনি জানান সরকার সুষ্ঠু নির্বাচন দিলে জয়ী হবেন বলে শতভাগ আশাবাদী। তিনি আরো জানান মানুষ পরিবর্তন চায় আওয়ামী লীগকে আর চায় না এজন্য তিনি প্রার্থী হয়েছেন।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ৩০-১১-২০২৩ ১১:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 905 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com