শিরোনামঃ
![]() ২৮-১১-২০২৩ ০৬:২৯ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের পাঁচ ইউনিয়ন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কাজিপুরের সাবেক পৌর মেয়র গোলাম মোস্তফা ওরফে মধু তালুকদার। বর্ষীয়ান ও বীর মুক্তিযোদ্ধা জিএম তালুকদার বর্তমান কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও পৌর আওয়ামীলীগের সভাপতি। মঙ্গলবার বিকেলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেন। এ বিষয়ে তিনি সাংবাদিকদের জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উৎসবমুখর পরিবেশে ভোটের আয়োজনের নির্দেশনা দিয়েছেন। এ কারণেই স্বতন্ত্র হিসেবে এই মনোনয়ন ফরম তুলেছি। সার্বিক পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও তিনি জানান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com