শিরোনামঃ
![]() ২৭-১১-২০২৩ ০৫:৪৩ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ হরতাল অবরোধ কর্মসূচি বন্ধ করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে দেবার দাবীতে এবারে রাস্তায় নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার দুপুরে কাজিপুর উপজেলার সরকারি মনসুর আলী কলেজের শিক্ষার্থীরা এই দাবীতে কাজিপুর- সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেন।
সাধারণ শিক্ষার্থীর ব্যানারে সহস্রাধিক শিক্ষার্থীর অংশ নেয়া এই কর্মসূচি থেকে হরতাল অবরোধ বন্ধ করার আহবান জানানো হয়। হরতাল-অবরোধের কারণে সেশনজট বৃদ্ধিসহ শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ নষ্ট হচ্ছে উল্লেখ করে দ্রুত এই কর্মসূচি বন্ধের আহবান জানিয়ে বক্তব্য রাখেন স্নাতক শ্রেণির শিক্ষার্থী মনির হোসেন, উচ্চমাধ্যমিকের ফারজানা আক্তার, রুবেল আহম্মেদ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com