হরতাল অবরোধ বন্ধ করে শিক্ষার পরিবেশ ফিরে দেবার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায়
১৩ অক্টোবর, ২০২৫ ০৫:৩৫ পূর্বাহ্ন

  

হরতাল অবরোধ বন্ধ করে শিক্ষার পরিবেশ ফিরে দেবার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায়

আব্দুল জলিল
২৭-১১-২০২৩ ০৫:৪৩ অপরাহ্ন
হরতাল অবরোধ বন্ধ করে শিক্ষার পরিবেশ ফিরে দেবার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায়

 স্টাফ রিপোর্টারঃ হরতাল অবরোধ কর্মসূচি বন্ধ করে শিক্ষার পরিবেশ  ফিরিয়ে দেবার দাবীতে এবারে রাস্তায় নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার দুপুরে  কাজিপুর উপজেলার সরকারি মনসুর আলী কলেজের শিক্ষার্থীরা এই দাবীতে কাজিপুর- সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেন।

সাধারণ শিক্ষার্থীর ব্যানারে সহস্রাধিক শিক্ষার্থীর অংশ নেয়া এই কর্মসূচি থেকে  হরতাল অবরোধ বন্ধ করার আহবান জানানো হয়। হরতাল-অবরোধের কারণে  সেশনজট বৃদ্ধিসহ শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ নষ্ট হচ্ছে উল্লেখ করে  দ্রুত এই কর্মসূচি বন্ধের আহবান জানিয়ে বক্তব্য রাখেন স্নাতক শ্রেণির শিক্ষার্থী মনির হোসেন, উচ্চমাধ্যমিকের ফারজানা আক্তার, রুবেল আহম্মেদ।


আব্দুল জলিল ২৭-১১-২০২৩ ০৫:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 155 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com