কাজিপুরের শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
১৩ অক্টোবর, ২০২৫ ০১:১১ পূর্বাহ্ন

  

কাজিপুরের শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আব্দুল জলিল
৩০-১০-২০২৩ ০৫:৫৮ অপরাহ্ন
কাজিপুরের শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ । অনুষ্ঠানে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির নতুন কারিকুলাম, আসন্ন বছরে নবম শ্রেণিতে সিলেবাস একত্রিকরণ বিষয়ে বিশদভাবে আলোচনা অনুষ্ঠিত হয়। এই বিষয়গুলো অভিভাবকদের বুঝিয়ে দিয়ে সে অনুযায়ী শিক্ষার্থীদের প্রতি যত্নশীল হবার পরামর্শ দিয়ে প্রধান শিক্ষক বলেন, জাতি গঠনে শিক্ষার ভূমিকা অনস্বীকারর‌্য। তাই একটি জাতির অগ্রগতি অনেকটা নির্ভর করে আধুনিক যুযোগযোগী শিক্ষাব্যবস্থার উপর। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে নানা পরিকল্পনা গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় সিলেবাসের এই পরিবর্তন আসছে। আশা করি আপনারা এই পরিবর্তন সম্পর্কে জ্ঞাত হবেন। এবং শিক্ষার্থীদের প্রতি যত্মশীল হবেন। তবে শিক্ষার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে।

এসময় অন্যদের মধ্যে সহকারি প্রধান শিক্ষক কোরবান আলী, সহকারি শিক্ষক আব্দুল হালিম, শামিমা আফরোজ, সাবিনা ইয়াসমিন, আশিকুর রহমান, আজিজুল হক, আবুল কালাম আজাদ, শিক্ষার্থী অভিভাবক রুবেল মিয়া প্রমূখ বক্তব্য রাখেন।


আব্দুল জলিল ৩০-১০-২০২৩ ০৫:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 620 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com