কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই বালু ব্যবসায়ীর দুইলাখ টাকার অর্থদল্ড
০১ ডিসেম্বর, ২০২৩ ০৮:৩৫ পূর্বাহ্ন

  

কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই বালু ব্যবসায়ীর দুইলাখ টাকার অর্থদল্ড

আব্দুল জলিল
৩০-১০-২০২৩ ০৫:২১ অপরাহ্ন
কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই বালু ব্যবসায়ীর দুইলাখ টাকার অর্থদল্ড

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শুভগাছা এলাকায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করায় দুই ব্যবসয়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যামাণ আদালত। 

 গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে শুভগাছা এলাকায় অভিযান পরিচালন করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। এসময় সিরাজগঞ্জ সদরের ধানবান্ধী গ্রামের আব্দুস সামাদের পুত্র বালু ব্যবসায়ী মনিরুল ইসলাম এবং এই গ্রামের একেন আলীর পুত্র শাহ আলম অবৈধভাবে বালি উত্তোলন করছিলেন। পরে তাদের থানায় নিয়ে এসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে একলক্ষ করে মোট দুইলক্ষ টাকা অর্থদণ্ড প্রদান কর্ হয়।


আব্দুল জলিল ৩০-১০-২০২৩ ০৫:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 82 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com