কাজিপুরে ছয় হাজার চারশ দশজন কৃষক পেলেন প্রণোদনার বীজ ও সার
১৫ জানুয়ারী, ২০২৫ ০৪:০৩ অপরাহ্ন

  

কাজিপুরে ছয় হাজার চারশ দশজন কৃষক পেলেন প্রণোদনার বীজ ও সার

আব্দুল জলিল
২৩-১০-২০২৩ ০৫:৫৩ অপরাহ্ন
কাজিপুরে ছয় হাজার চারশ দশজন কৃষক পেলেন প্রণোদনার বীজ ও সার

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে চলতি রবি মৌসুম  এ উপজেলার ছয় হাজার চারশ দশজন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক কৃষাণীর পেলেন বিনামূল্যে বীজ ও সার।  বিতরণ   উপলক্ষে   দুপুর বারটায় কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সহকারী কমিশনার (ভুমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন।

  অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। তিনি বলেন, বর্তমান সরকার কৃষির প্রণোদনায় যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে।যার ফলে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। কাজিপুরে চর ও বিড়া মিলে কৃষকদের যে প্রণোদনার বীজ ও সার দেয়া হচ্ছে তা যেন সুষ্ঠুভাবে কাজে লাগানো হয় তার প্রতি সবার নজর রাখা উচিত।

 স্বাগত বক্তব্যে কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, চলতি রবি মৌসুমে উপজেলার ৬ হাজার ৪১০ জন কৃষক কৃষাণীকে সরিষা, গম, ভুট্টা, সূর্যমূখী,চিনাবাদাম,মসুর ,খেসারী,মূগ ও পেয়াজ বীজ ও সার বিনামূল্যে বিতারণ করা হলো।  বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে  উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার ,ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, শাপলা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল আহম্মেদ বক্তব্য রাখেন।  


আব্দুল জলিল ২৩-১০-২০২৩ ০৫:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 195 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com