কাজিপুরে যুবক নিখোঁজ - সন্ধান চেয়ে থানায় জিডি
২২ অক্টোবর, ২০২৫ ০২:৫৮ পূর্বাহ্ন

  

কাজিপুরে যুবক নিখোঁজ - সন্ধান চেয়ে থানায় জিডি

আব্দুল জলিল
১৯-১০-২০২৩ ০৫:২৭ অপরাহ্ন
কাজিপুরে যুবক নিখোঁজ - সন্ধান চেয়ে থানায় জিডি

স্টাফ রিপোর্টারঃ  সিরাজগঞ্জের কাজিপুরে নুরুল ইসলাম পাশা(৩৬) নামের এক যুবককে তিনদিন যাবৎ খুঁজে পাচ্ছেনা তার পরিবার। নুরুল ইসলাম উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের মাঘাইলচাপড় গ্রামের মৃত শামস উদ্দিন মন্ডলের পুত্র। এই ঘটনায় গত বুধবার বিকেলে নুরুল ইসলামের চাচাতো ভাই আজিজুর রহমান কাজিপুর থানায় একটি জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয়েছে স্বভাবে চটপটে এই যুবক মাঝে মাঝে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। গত সোমবার নিজ বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসেন তিনি। পরে আর বাড়ি ফিরে যাননি।


আব্দুল জলিল ১৯-১০-২০২৩ ০৫:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 269 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com