শিরোনামঃ
![]() ১৯-১০-২০২৩ ০৪:০৭ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার পৌরসভার সড়ক উন্নয়ন কাজে বাধা দেবার অভিযোগ এনেছেন আলমপুর গ্রামের আনিছুর রহমানের স্ত্রী কাজল ও তার তিন জা এর বিরুদ্ধে। বুধবার রাতে পৌরভবনে সাংবাদিকদের ডেকে পৌরসভার সড়ক উন্নয়নকাজের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী গ্রামকে শহরে পরিণত করতে কাজিপুর পৌরসভায় প্রায় চুয়াল্লিশ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এই টাকায় একটি মাস্টার প্লান তৈরি করে পৌরসভার জনগণের সুবিধার কথা চিন্তা করে সড়ক উন্নয়ন ও নতুন সড়ক নির্মাণের কাজ চলমান রয়েছে। এরইমধ্যে গত মঙ্গলবার দুপুরে আলমপুর গ্রামের আনিসুরের স্ত্রী তার পরিবারের অন্যান্য নারী সদস্যগণ সড়ক উন্নয়ন কাজে বাধা দেন। এর আগে সড়ক নির্মাণের জন্যে ওই পরিবারের লোকজন কোন জমি ছেড়ে না দিয়ে উল্টো তার প্রতিবেশি রফিকুলের জমির পাঁচফুট দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করেন। এতে করে আশপাশের কয়েকটি বাড়ির লোকজনের চলাচলে সমস্যা হচ্ছিল। ভুক্তভোগিরা আনিসুরের পরিবারের বিরুদ্ধে মেয়র ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন। মঙ্গলবার কাজিপুর পৌরসভার মেয়র ও প্যানেল মেয়র শরিফুর ইসলাম কুড়ানসহ কর্মচারীগণ মাপজোখ করে আনিসুরের বাড়ির সীমানা প্রাচীর ভাঙ্গার কথা জানান। এসময় আনিসুরের স্ত্রী কাজল ও তার তিন জা ইট দিয়ে মেয়রসহ অন্যদের আঘাত করার চেষ্টা করেন। এসময় মেয়র সেখান থেকে সরে যান।
মেয়র আরও জানান, রাস্তার কাজে সহযোগিতা চেয়ে ওই পরিবারের নিকট দুইটি নোর্টিশ পাঠানো হয়েছে। কিন্তু তারা কোন কিছুই মানতে রাজী নন। উল্টো মঙ্গলবারের সৃষ্ট ঘটনায় আমাকে জড়িয়ে আনিসুরের স্ত্রী মিথ্যে এবং মানহানীকর কথা বলে বেড়াচ্ছেন। পৌরসভার উন্নয়ন কাজে সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করে তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যেকোন মূল্যে চলমান কাজ শেষ করা হবে। এসময় প্যানেল মেয়র, ভূক্তভোগী রফিকুল ইসলাম ও তার স্ত্রী উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com