শিরোনামঃ
আব্দুল জলিল ১৭-১০-২০২৩ ০৫:৫৬ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হয়েছেন অবসরপ্রাপ্ত অধ্যাপক পরিমল কুমার তরফদার এবং সাধারণ সম্পাদক স্কুল শিক্ষক শফিকুল ইসলাম। দুর্নীতি দমন কমিশন রাজশাহী বিভাগীয় কার্যালয় এই কমিটির অনুমোদন দিয়েছে। রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ কামরুল আহসান স্বাক্ষরিত এ সংক্রান্ত পত্রে স্বাক্ষর করেছেন। ৯ সদস্য বিশিষ্ট কমিটির মনোনীত অন্যরা হলেন সহসভাপতি প্রধান শিক্ষক নুরুল ইসলাম, অধ্যক্ষ ফজলুল হক, বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুস সালাম, মাওলানা মোঃ উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম আব্দুল কাদের, প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, সহকারি শিক্ষক হোসনে আরা পারভীন ও নাজমা খাতুন। নতুন কমিটির মেয়াদ আগামী তিন বছর। মঙ্গলবার দুপুরে নবগঠিক সভাপতি পরিমল কুমার তরফদার এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলা প্রশাসন এবং গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে নিষ্ঠার সাথে আমরা এই দায়িত্ব পালন করে যেতে চাই।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com