কাজিপুরে মানববন্ধনের প্রতিবাদ জানিয়ে নিজের অবস্থান তুলে ধরেন এলএলপি ম্যানেজার
১০ অক্টোবর, ২০২৫ ০৫:৪৫ অপরাহ্ন

  

কাজিপুরে মানববন্ধনের প্রতিবাদ জানিয়ে নিজের অবস্থান তুলে ধরেন এলএলপি ম্যানেজার

আব্দুল জলিল
১৬-১০-২০২৩ ০৪:১৩ অপরাহ্ন
কাজিপুরে মানববন্ধনের প্রতিবাদ জানিয়ে নিজের অবস্থান তুলে ধরেন এলএলপি ম্যানেজার

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চর ভানুডাঙ্গা এলাকায় নির্ধারিত সেচ খরচের চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি অস্বীকার করে এ নিয়ে সৃষ্ট মানবন্ধনের প্রতিবাদ জানিয়েছেন ক্ষুদ্রসেচ প্রকল্পের এলএলপি সেচ ম্যানেজার আবুল কালাম। সোমবার দুপুরে উপজেলার ভানুডাঙ্গা বাজারে তিনি সাংবাদিকদের ডেকে লিখিত বক্তব্যে তার বিরুদ্ধে আনীত অভিযোগকে অস্বীকার করে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, সরকারি নিয়ম মেনেই দীর্ঘদিন যাবৎ আমি সেচকাজ করে আসছি। বর্তমানে গ্রামের একটি অসাধু মহল আমাকে ম্যানেজারের পদ থেকে সরাতে মিথ্যে অভিযোগের ভিত্তিতে রবিবার তারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। সেখানে মাত্রও তিনজন কৃষককে জোর করে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে তারা একটি ছবি তুলেছেন।  

 সরকারিভাবে প্রতি শতক জমিতে সেচখরচ বাবদ নির্ধারিত অর্থ নেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, কয়েকবিঘা উঁচু জমিতে পানিসেচ দিতে অতিরিক্ত খরচ হচ্ছে যা ওই জমির মালিকেরাও জানেন। তাদেরকে এ বিষয়টি বিবেচনা করতে বলা হলে দুইজন নিজে থেকে সে বিল পরিশোধ করেছে। জোর জবরদস্তি করে টাকা নেয়া হয়নি। টাকার জন্যে কোন জমিতে সেচ দেয়া বন্ধও করা হয়নি বলেও কালাম উল্লেখ করেন।ভুল তথ্যের উপর পরিবেশিত সংবাদের নিন্দা জানিয়ে তিনি বলেন, বিষয়টি সরেজমিন তদন্ত করলেই সত্যটি বেরিয়ে আসবে।


আব্দুল জলিল ১৬-১০-২০২৩ ০৪:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 174 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com