কাজিপুরে প্রাথমিক বিদ্যালয়ে ভাষা ও সাহিত্য-সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্বোধন
১৩ অক্টোবর, ২০২৫ ০৩:৩৮ পূর্বাহ্ন

  

কাজিপুরে প্রাথমিক বিদ্যালয়ে ভাষা ও সাহিত্য-সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্বোধন

আব্দুল জলিল
১২-১০-২০২৩ ০৫:২১ অপরাহ্ন
কাজিপুরে প্রাথমিক বিদ্যালয়ে ভাষা ও সাহিত্য-সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্বোধন

সিরাজগঞ্জের কাজিপুরে ২৩৭ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যে ভাষা ও শিশুতোষ সাহিত্য-সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলমপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কেন্দ্রের উদ্বোধন করেন সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।  আজ শিখবো মোরা আনন্দে’ প্রতিপাদ্যে সপ্তাহে প্রতি বৃহস্পতিবার শিক্ষার্থীরা  বিনোদনের মাধ্যমে ভাষা সংস্কৃতির চর্চা করতে পারবে বলে শিক্ষা অফিসসূত্রে জানা গেছে।

 কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে এই কেন্দ্রের উদ্বোধন  করেন এমপি তানভীর শাকিল জয়। এসময় শিক্ষার্থীগণ ইংরেজিতে কথোপথন ও কবিতা আবৃত্তি করে। এক ক্ষুদে শিক্ষার্থী বঙ্গবন্ধুর ভাষণ মুখস্ত অভিনয়ের সাথে উপস্থাপন করে। তারা নিজেদের আঁকা ছবিও এমপিকে উপহার দেয়।  সংস্কৃতি চর্চাকেন্দ্রের শিক্ষার্থীদের এসব পরিবেশনায় মুগ্ধতার কথা জানান এমপি জয়। তিনি বলেন,  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে আজ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ বাস্তবায়নে কাজ করছে শিক্ষা বিভাগ। এই চর্চার মাধ্যমেই বেরিয়ে আসবে একজন শেখ হাসিনা, বঙ্গবন্ধুর মতো নেতৃত্ব।  আজ থেকে কাজিপুরের প্রাথমিক শিক্ষায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এই কাজের  পরিকল্পনা ও বাস্তবায়নে ভূমিকা রাখায় ইউএনও সাহেবও শিক্ষা অফিসারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।  এর আগে উপজেলা নির্বাহী অফিসার এই কার্যক্রমের উদ্দেশ্য এবং লক্ষ্য তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা  কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,  পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, শিক্ষা অফিসার এসএম হাবিবুর রহমান, ইউআরসি ইনস্ট্রাকটর রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল মান্নান।


আব্দুল জলিল ১২-১০-২০২৩ ০৫:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 264 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com