প্রাথমিক শিক্ষায় রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ ইউএনও সুখময় সরকার
১৩ অক্টোবর, ২০২৫ ০৩:২৫ পূর্বাহ্ন

  

প্রাথমিক শিক্ষায় রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ ইউএনও সুখময় সরকার

আব্দুল জলিল
১১-১০-২০২৩ ০৪:৩৯ অপরাহ্ন
প্রাথমিক শিক্ষায় রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ ইউএনও সুখময় সরকার

স্টাফ রিপোর্টারঃ প্রাথমিক শিক্ষায় রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ ইউএনও মনোনীত হয়েছেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার।প্রাথমিক শিক্ষা বাছাই কমিটি রাজশাহী বিভাগের সভাপতি ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ হুমাযূন কবীর এবং সদস্য সচিব ও রাজশাহী বিভাগীয় উপ পরিচালক মোঃ সানাউল্লাহ এই চূড়ান্ত মনোনয়ন প্রদান করেন। বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন শ্রেষ্ঠ ইউএনও সুখময় সরকার।

 

 কাজিপুরের প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় প্রথমে তিনি জেলায় শ্রেষ্ঠ হন। এরপর গত ৮ অক্টোবর বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বিভাগে শ্রেষ্ঠ হিসেবে ইউএনও কাজিপুরকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে।

 বিভাগে শ্রেষ্ঠ হওয়ায় বিষয়ে ইউএনও সুখময় সাংবাদিকদের জানান, উপজেলার ২৩৭ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় পঁচিশ হাজার শিক্ষার্র্থীর জন্য স্মার্ট ক্লাসরুম, শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষা প্রদান ব্যবস্থাপনা, স্মার্ট শিক্ষার্থী ও অভিভাবক এবং স্মার্ট শিক্ষক গঠনের কাজগুলো দ্রুত এগিয়ে নেয়া হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণ  স্মার্ট শিক্ষার বিষয়টি  উপলব্ধি করতে পেরেছেন। ইতোমধ্যে একটি বিদ্যালয়কে স্মার্ট বিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন, মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন, পাঠাগার স্থাপন, পরিবেশের উন্নয়নসহ বড় হয়ে ক্ষুদে শিক্ষার্থীরা কি হতে চায় সে বিষয়ে তাদের সচেতন করার কাজটিও সম্পন্ন করা হয়েছে। সব মিলে বিভাগীয় পর্যায়ে চূড়ান্ত মনোনয়ন পেয়ে ভালো লাগছে। এই ভালোলাগা আমাকে প্রাথমিক শিক্ষার প্রসারে আরও কাজ করার অনুপ্রেরণা জোগাবে। 


আব্দুল জলিল ১১-১০-২০২৩ ০৪:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 216 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com