কাজিপুরে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক স্বপনের ইন্তেকাল- এমপি জয় এর শোক
০৩ নভেম্বর, ২০২৪ ১২:৪৩ পূর্বাহ্ন

  

কাজিপুরে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক স্বপনের ইন্তেকাল- এমপি জয় এর শোক

আব্দুল জলিল
০৭-১০-২০২৩ ১১:৪১ পূর্বাহ্ন
কাজিপুরে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক স্বপনের ইন্তেকাল- এমপি জয় এর শোক

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রাফি স্বপন ইন্তেকাল করেছেন। আজ (৭ অক্টোবর) শনিবার সকাল সাড়ে সাতটায় তিনি নিজ বাড়ি শিমুলদাইড় এ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। মুত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৫ বছর। তার পিতা জাহাঙ্এগীর আলম তারা একজন সাবেক ব্যাংকার। আজই বাদ আসর তার নামাজে জানাযা নিজ গ্রামে অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে স্বপনের মুত্যৃতে গভির শোক জানিয়েছেন জাতীয় সংসদের৬২, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। এক শোকবার্তায় তিনি বলেন, মরহুম স্বপন ছিলেন দলের জন্যে একজন নিবেদিতপ্রাণ কর্মি। ছাত্রাবস্থা থেকেই তিনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তার মুত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ কর্মিকে হারালাম। আমি স্বপনের আত্মার শান্তি কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভির সমবেদনা জ্ঞাপন করছি। আরও শোক জ্ঞাপন করেছেন কাজিপুর উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম।


আব্দুল জলিল ০৭-১০-২০২৩ ১১:৪১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 210 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com