শিরোনামঃ
![]() ০৪-১০-২০২৩ ০৬:১২ অপরাহ্ন |
কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জ শহিদ এ.কে. শামসুদ্দিন গোল্ডকাপ টুর্নামেন্টে জয় পেয়েছে কাজিপুর উপজেলা দল। বুধবার বিকেলে তিনটায় শহিদ এ.কে. শামসুদ্দিন জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কাজিপুর ফুটবল টিম উল্লাপাড়া উপজেলা টিমকে ১-০ গোলে পরাজিত করেছে। এই জয়ের ফলে কাজিপুর উপজেলা ফুটবল টিম সেমিফাইনালে পৌঁছে গেছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আন্তঃ উপজেলা ফুটবল খেলার প্রথমার্ধেই গোল করে এগিয়ে যায় কাজিপুর উপজেলা টিম। পরে অনেকগুলো সুযোগ পেলেও আর কোন দলই গোল করতে পারেনি। আগামী শনিবার একই মাঠে সেমিফাইনালে কাজিপুর উপজেলা টিম সিরাজগঞ্জ সদর উপজেলা টিমের মোকাবেলা করবে বলে জানিয়েছেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com