কাজিপুরে দশ টাকা না পেয়ে গলায় ফাস দিয়ে শিশুর আত্মহত্যা
১৫ অক্টোবর, ২০২৪ ১২:৩০ পূর্বাহ্ন

  

কাজিপুরে দশ টাকা না পেয়ে গলায় ফাস দিয়ে শিশুর আত্মহত্যা

আব্দুল জলিল
২৭-০৯-২০২৩ ০৫:৩৭ অপরাহ্ন
কাজিপুরে দশ টাকা না পেয়ে গলায় ফাস দিয়ে শিশুর আত্মহত্যা

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে পিতার নিকট টাকা চেয়ে না পেয়ে মোশাররফ হোসেন (১১) নামের এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার চরাঞ্চলের মনসুরনগর ইউনিয়নের মাজনাবাড়ী গ্রামের কৃষক পিতা আলমাস হোসেনের পুত্র এবং স্থানীয় মাজনাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। এই ঘটনায় কাজিপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 নিহত শিশুর পরিবার ও কাজিপুর থানা সূত্রে জানা গেছে, বুধবার সকালে স্কুলে যাবার সময়ে  ওই শিশুটি পিতার নিকট দশটি টাকা চায়। এসময় ঘরের বাইরে খড়কাটা অবস্থায় তার পিতা টাকা না দিয়ে ও শিশুটিকে বকাঝকা করেন। তখনই শিশুটি ঘরে ভিতরে গিয়ে দরোজা আটকে দিয়ে ধরনার সাথে ওড়না দিয়ে ফাঁস নেয়। এসময় ঘরে কেউ ছিলো না। অনেকক্ষণ পরে শিশুটির মা বাইরে থেকে এসে ঘরের দরোজায় ধাক্কা দেন। কিন্তু কোন সাড়া না পেয়ে শিশুটির পিতাসহ প্রতিবেশিরা এসে দরোজা ভেঙ্গে ঘরে ঢুকে শিশুটিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত নামিয়ে স্থানীয় পল্লী চিকিৎসকের নিকট নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

 কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত জানান, দুজন উপ পুলিশ পরিদর্শক ঘটনাস্থলে  গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন। পরিবারের অনুরোধে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।


আব্দুল জলিল ২৭-০৯-২০২৩ ০৫:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 294 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com