কাজিপুরের কাচিহারা সপ্রাবি.র তিনশ শিশুর স্বপ্নের কথা শুনলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান
১৩ অক্টোবর, ২০২৫ ০৩:৩৪ পূর্বাহ্ন

  

কাজিপুরের কাচিহারা সপ্রাবি.র তিনশ শিশুর স্বপ্নের কথা শুনলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান

আব্দুল জলিল
২২-০৯-২০২৩ ০৫:১৪ অপরাহ্ন
কাজিপুরের কাচিহারা সপ্রাবি.র তিনশ শিশুর স্বপ্নের কথা শুনলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান

স্টাফ রিপোর্টারঃ

কারো হাতে প্লাকাডে লেখা আমি খেলোযাড় হতে চাই, ডাক্তার হতে চাই, কারো হাতে আমি নার্স হতে চাই,, প্রকৌশলী, পাইলট, কৃষক, সমাজসেবক, রাজনীতিবিদ, সমাজকর্মি, শিক্ষক, ব্যবসায়ী এমনটি শিল্পী হবার বাসনাও ব্যক্ত করেছে ক্ষুদে শিক্ষার্থীরা। যে যা হতে চেয়েছে ঠিক সেভাবেই পোষাক পরেছে। এমনি করে নিজের স্বপ্নকে প্রকাশের পথ পেয়ে শিক্ষার্থীরা আনন্দে উচ্ছ্বসিত। ক্ষণিকের জন্যে হলেও তাদের নিজের স্বপ্নের মতো সাজতে পারার গল্পটি যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পঁচিশ হাজার শিক্ষার্থীর। " আমি বড় হয়ে যা হতে চাই আজ আমি সাজবো তাই"  প্রতিপাদ্যে উপজেলার বিড়া এবং যমুনার দুর্গম চরাঞ্চলের ২৩৭ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আয়োজন উপভোগ করেছেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। বৃহস্পতিবার দিনব্যাপী এই কর্মসূচিতে  কাচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। এর আগে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক হারুনার রশিদ, হাসিবুল হক। 

 কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীরা কেউ ডাক্তার, কেউবা কৃষক, কেই নার্স, পাইলট, খেলোযার, শিক্ষক, ব্যারিস্টারের সাজে সেজে এসেছিলো।এসময় গান গেয়ে শোনায় এক ক্ষুদে শিক্ষার্থী। কেনো তারা তাদের স্বপ্নের মতো হতে চায় কথা বলার সুযোগ পেয়ে তার কারণও বলেছে কেউ।

 সব শুনে প্রধান অতিথি বলেন, আজকের এই অনুষ্ঠানটি সত্যিই মনোমুগ্ধকর। চোখের সামনে আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবার সৈনিকদের দেখতে পেয়ে আনন্দ এবং শিহরণ দুটোই কাজ করছে। মানুষতো তার স্বপ্নের চেয়েও বড় কিছু হতে চায়। ক্ষুদে শিক্ষার্থীদের এই স্বপ্ন দেখানোর কর্মসূচি চলমান থাকুক। তাদের স্বপ্নের পথেই এগিয়ে যাবে ২০৪১ সালের সমৃদ্ধ বাংলাদেশ। কাচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, শিক্ষা অফিসার এস এম হাবিবুর রহমান, সহকারি কমিশনার(ভূমি)কাজী মোহাম্মদ অনিক ইসলাম। 


আব্দুল জলিল ২২-০৯-২০২৩ ০৫:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 264 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com