শিরোনামঃ
![]() ২১-০৯-২০২৩ ০৬:৫৬ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৩৬ নং বীরশুভগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই বিদ্যালয় মাঠে আয়োজিত এক সভায় কাজিপুরের প্রথম এই স্মার্ট প্রতিষ্ঠানের ঘোষণা দেন প্রধান অতিথি সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। এর আগে তিনি ওই বিদ্যালয়টির মাল্টিমিডিয়া ক্লাসরুম, ডিজিটাল শিক্ষক ও শিক্ষার্থী হাজিরা, বিদ্যালয়ের ডিজিটাল নামফলক, মিড ডে মিল কর্মসূচি, শতভাগ শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও শিক্ষকদের তৈরি ডিজিটাল কন্টেন্টসমৃদ্ধ শ্রেণি পাঠদান প্রত্যক্ষ করেন। এসময় তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেন। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শরিফা খাতুন জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে। সে জানায়, এখন আমাদের ক্লাসের সময় অনেক আনন্দে কাটছে। আমরাও ছবি, গান, কাহিনী পর্দায় দেখছি। স্যারেরা এসব দেখিয়ে আমাদের বইয়ের সাথে মিল করে পড়া ধরছেন। এটা খুবই ভালো লাগছে আমাদের।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক জানান, বর্তমান সরকারের যুগান্তকারী চিন্তার মধ্যে এটি অন্যতম। দেশকে স্মার্ট করতে হলে দরকার স্মার্ট শিক্ষা ব্যবস্থা। আজকে বীরশুভগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্মার্ট বিদ্যালয় হবার সমস্ত শর্ত পূরণ করেছে। তাই এই প্রতিষ্ঠানটিকে আনুষ্ঠানিকভাবে স্মাট শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করছি।
এর আগে এই বিদ্যালয়ের এসএমসির সভাপতি অমিত হাসান নয়ন নিজ অর্থায়ণে মিডডেমিল চালু করেছেন। একইসাথে শিশুদের পোশাকও তিনি দিয়েছেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সহকারি কমিশনার(ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, এসএমসি সভাপতি অমিত হাসান নয়ন বক্তব্য রাখেন। এরপর জেলা প্রশাসক শুভগাছা ও সোনামুখী ইউনিয়ন পরিষদে জয়বাংলা ইউনিয়ন স্মার্ট সেন্টারের উদ্বোধন করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com