শিরোনামঃ
![]() ২০-০৯-২০২৩ ০২:২২ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ
তখন বিদ্যালয়ে চলছে তৃতীয় ঘন্টায় বাংলা ক্লাস। হঠাৎ সেই প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত ইউএনও। শ্রেণি শিক্ষকের অনুমতি নিয়ে ঢুকে পড়েন পঞ্চম শ্রেণির কক্ষে। নিজেই শুরু করেন পাঠদান। একজন পেশাদার শিক্ষকের মতো কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে মিশে যান মুহূর্তেই। গত একমাস যাবৎ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সুখময় সরকারের গল্পটা এরকমই। আর এভাবেই তিনি
আজ বুধবার উপজেলার মাইজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান করেন।
প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়ে। শিক্ষাব্যবস্থার উন্নতিতে নিরলসভাবে কাজ করছেন বলে সর্বস্তরের জনসাধারণ তার প্রশংসা করছেন।
শুধু প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে নয়, উপজেলার প্রতিটি দপ্তরে তার এমন পদচারণা। সুযোগ পেলেই ছুটছেন হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীর প্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে।
শুনছেন তাদের নানা সমস্যার কথা। আশ্বাস দিচ্ছেন সমাধানের। ইতোমধ্যে কয়েকটি সমস্যার সমাধান করে প্রশংসায় ভাসছেন তিনি।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা জানায়, ‘ইউএনও স্যার আমাদের বাংলা পড়িয়েছেন। আমাদের পড়া ধরেছেন। কিভাবে পড়তে হবে শিখিয়ে দিয়েছেন। স্যার গল্প করে করে আমাদের পড়িয়েছেন। স্যারের ক্লাস করে আমরা অনেক আনন্দ পেয়েছি।’
এ বিষয়ে প্রাথমিকের শিক্ষক শহিদুল ইসলাম জানান,‘শত ব্যস্ততার মাঝেও ইউএনও স্যার কোমলমতি শিক্ষার্থীদের সময় দিয়েছেন। আমাদের শিক্ষাবিষয়ক পরামর্শ দেন। এতে শিক্ষার্থী ও আমরা খুবই খুশি। স্যারের এমন কার্যক্রমকে সাধুবাদ জানাই।’
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকার বলেন, ‘শিক্ষার মূল ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা। একজন শিক্ষার্থীর জীবনে এই শিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য সকলকে সচেতন হতে হবে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের পাঠদান করতে আমারও ভালো লাগে। আর বিদ্যালয় পরিদর্শন করা আমার দায়িত্ব। এই দায়িত্ব পালনের পাশাপাশি পাশাপাশি শিক্ষকদের এবং বাচ্চাদের শিক্ষার জন্য উৎসাহিত করছি।’
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com