কাজিপুর থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ ছয়জনকে আটক করেছে RAB_12
০১ ডিসেম্বর, ২০২৩ ০৯:২২ পূর্বাহ্ন

  

কাজিপুর থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ ছয়জনকে আটক করেছে RAB_12

আব্দুল জলিল
০৭-০৯-২০২৩ ০৮:১৩ অপরাহ্ন
কাজিপুর থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ ছয়জনকে আটক করেছে RAB_12

স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জর কাজিপুর উপজেলা থেকে  অনলাইন জুয়ার এজেন্টসহ ৬ জনকে আটক করেছে র‌্যাব১২ এর সদস্যরা। র‌্যাব জানায় গত বুধবার বেলা বারোটায়  গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র সদর কোম্পানীর আভিযানিক দল-সিরাজগঞ্জের কাজিপুর থানার গোদাগাড়ী গাড়াবেড় গ্রামের মৃত আশাদুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এসময় সেখান থেকে অবৈধ ভার্চুয়াল বেটিং/ জুয়ার সাইট ক্যাসিনো পরিচালনাকারী সংঘবদ্ধ দেশী অনলাইন জুয়ারীচক্রের  এজেন্টসহ ৬ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ১৭ টি মোবাইল ফোন জব্দ করেন র‌্যাব সদস্যরা।
আটক আসামীরা হলেন-সিরাজগঞ্জের কাজিপুর থানার গোদাগাড়ী গ্রামের মৃত আশাদুল ইসলাম এর ছেলে রবিউল হাসান (২১), সোলায়মান হোসেনের ছেলে ফেরদৌস আলী (২৭) ও রাসেল রানা (২৩), বিলচতল গ্রামের মৃত মতিউর রহমান এর ছেলে রায়হান কবির (২৮), মৃত ইব্রাহিম হোসেন এর ছেলে সুইট রেজা (২৬), বগুড়ার ধুনট উপজেলার ভূতবাড়ি গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের ছেলে ইলিয়াস উদ্দিন (৩৬)।

বৃহস্পতিবার বেলা ১২টার সময় সলঙ্গার হাটিকুমরুলে র‌্যাব১২ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব ১২ এর অধিনায়ক মো.মারুফ হোসেন বলেন-একটি সংঘবদ্ধ চক্র অনলাইনে অবৈধ ভার্চুয়াল বেটিং/ জুয়ার সাইট ক্যাসিনো পরিচালনা করে আসছিল। উক্ত সাইটগুলো পরিচালনার লক্ষ্যে বিভিন্ন স্বনামধন্য মোবাইল ব্যাংকিং ব্যবহার করে অবৈধ লেনদেন করাসহ অনলাইনে বিভিন্নভাবে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তিকে এই অনলাইনে ডলারের মাধ্যমে জুয়া খেলার জন্য উৎসাহিত করত। অনলাইনে বিভিন্ন বেটিং/জুয়ার সাইটের মাধ্যমে অনলাইন জুয়াড়ীদের ভার্চুয়াল কারেন্সী সরবরাহ করতো বিনিময়ে তারা বিভিন্ন স্বনামধন্য মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানকে ব্যবহার করে অবৈধ টাকা লেনদেন করে আসছিল। ধারণা করা হচ্ছে প্রতি মাসে এই চক্র কোটি কোটি টাকা বিদেশে পাচার করে আসছে বলে জানান তিনি। পরে আটকৃত আসামীদেরকে বিরুদ্ধে সিরাজগঞ্জের কাজিপুর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


আব্দুল জলিল ০৭-০৯-২০২৩ ০৮:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1044 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com