শিরোনামঃ
আব্দুল জলিল ০২-০৯-২০২৩ ০৫:২৪ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও অতিবৃষ্টির কারণে সিরাজগঞ্জের কাজিপুর পয়েন্টে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠানে পানে প্রবেশ করেছে। তলিয়ে গেছে ক্ষেতের ফসল। পানিবন্দী হয়েছে পড়েছেন উপজেলার চরাঞ্চলে অবস্থিত ছয়টি ইউনিয়ন সহ মাইজবাড়ী ও শুভগাছা ও গান্ধাইলের প্রায় সাত হাজার পরিবার। তলিয়ে গেছে ২৫০ হেক্টর জমির বিভিন্ন প্রকার ফসল। ।
বানভাসীদের জন্যে সরকারীভাবে এখনো কোন ত্র্রাণ তৎপরতা শুরু হয়নি। তালিকা তৈরির কাজ চলছে ।
সিরাজগঞ্জ পাউবোসূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় কাজিপুর পয়েন্টে যমুনা নদীর পানি ৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ১১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবারের বন্যায় ২ হাজার ৪৫০টি কৃষক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানিতে নিমজ্জিত হয়েছে ৭ হেক্টর বীজতলা, রোপা আমন ২৩৫ হেক্টর, আখ ৫ হেক্টর, সবজি ৮ হেক্টর, এবং ৫ হেক্টর জমির কলাক্ষেত।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম জানান, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে নিমজ্জিত ফসলগুলোর ব্যাপক ক্ষতি হবে।
উপজেলা সহকারি কমিশনার(ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম সরকার জানান, তালিকা প্রনয়নের কাজ চলছে। শিঘ্রই পানি ত্রাণ বিতরণ কাজ শুরু হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com